Chapter 1

জ্ঞানচক্ষু-আশাপূর্ণা দেবী



১. কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে পিসেমশাইকে গেল?
ক) পিসেমশাই
খ) নতুন মেসোমশাইকে
গ) ছোটোমাসি
ঘ) মাসি

সঠিক উত্তর: খ) নতুন মেসোমশাইকে

২. নতুন মেসোমশাই ছিলেন একজন-
ক) লেখক
খ) ডাক্তার
গ) শিক্ষক
ঘ) চাকুরিজীবী

সঠিক উত্তর: ক) লেখক

৩. "ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।"-ছোটোমাসি ধাবিত হয়-
ক) ছোটোমেসোর দিকে
খ) তপনের দিকে
গ) মেসোমশাইয়ের দিকে
ঘ) পিসেমশাইয়ের দিকে

সঠিক উত্তর: ক) ছোটোমেসোর দিকে

৪. তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?-
ক) পিসেমশাই
খ) তপন নিজে
গ) ছোটোমাসি
ঘ) বন্ধুবান্ধব

সঠিক উত্তর: গ) ছোটোমাসি

৫. "তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে"-
ক) কষ্ট পায়
খ) রাগ করে
গ) বিস্মিত হয়
ঘ) পুলকিত হয়

সঠিক উত্তর: ঘ) পুলকিত হয়

৬. "রত্নের মূল্য জহুরির কাছেই।” – এই উক্তিটি কাক উদ্দেশ্য কৰি কোৱা হৈছে?
ক) তপনক
খ) ছোটোমাসিক
গ) পিসেমশাইক
ঘ) তপনের নতুন মেসোকে

সঠিক উত্তৰ: ঘ) তপনের নতুন মেসোকে

৭. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা" — 'উপযুক্ত কাজ'-টা হল—
ক) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া
খ) তপনক লেখা শিখানো
গ) পত্রিকা প্ৰকাশ কৰা
ঘ) পিসেমশাইক চিঠি লেখা

সঠিক উত্তৰ: ক) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া

৮. যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল—
ক) দীপ্তি
খ) সন্ধ্যাতারা
গ) আলোক
ঘ) উজ্জ্বলতা

সঠিক উত্তৰ: খ) সন্ধ্যাতারা

৯. ছোটোমেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?
ক) গল্পটো ভাল লাগিল
খ) ইমান ডাঙৰ লেখক হব পাৰি!
গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা
ঘ) গল্পটো কপি কৰা বুলি যেন লাগে

সঠিক উত্তৰ: গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা

১০. ছোটোমেসো শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ—
ক) বিয়াৰ পিছত আহিছিল
খ) তেওঁৰ কলেজৰ ছুটি চলিছিল
গ) পত্রিকা সম্পাদনা কৰিবলৈ আহিছিল
ঘ) অসুস্থ আছিল

সঠিক উত্তৰ: খ) তেওঁৰ কলেজৰ ছুটি চলিছিল

১১. লেখার আসল মূল্য বুঝবে—
ক) পিসেমশাই
খ) ছোটোমেসো
গ) ছোটোমাসি
ঘ) তপন

সঠিক উত্তৰ: খ) ছোটোমেসো

১২. "তপনের হাত আছে" — কথাটির অর্থ হল—
ক) হাতত পাণ্ডুলিপি আছে
খ) ভাষার দখল
গ) লিখিবলৈ দৰদ আছে
ঘ) ভাল আঁকিব পাৰে

সঠিক উত্তৰ: খ) ভাষার দখল

১৩. কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল?
ক) ধ্রুবতারা
খ) ভারতী
গ) সাহিত্যচর্চা
ঘ) সন্ধ্যাতারা
সঠিক উত্তৰ: ঘ) সন্ধ্যাতারা

১৪. তপনের লেখা গল্পটার নাম কী ছিল?
ক) ছুটি
খ) অবসর
গ) প্রথম দিন
ঘ) কোনোটাই নয়
সঠিক উত্তৰ: গ) প্রথম দিন

১৫. তপনের লেখা গল্প সংশোধন করে দিয়েছিল—
ক) তপনের ছোটোমেসো
খ) তপনের ছোটোমাসি
গ) তপনের মা
ঘ) তপনের এক বন্ধু
সঠিক উত্তৰ: ক) তপনের ছোটোমেসো

১৬. ছোটোমেসো কী নিয়ে তপনদের বাড়ি বেড়াতে এসেছিলেন?
ক) গল্পের বই
খ) সন্ধ্যাতারা পত্রিকা
গ) নতুন জামা
ঘ) ভারতী পত্রিকা
সঠিক উত্তৰ: খ) সন্ধ্যাতারা পত্রিকা

১৭. "বুকের রক্ত ছলকে ওঠে তপনের।" — তপনের বুকের রক্ত ছলকে ওঠে—
ক) নতুন মেসোকে দেখে
খ) তার গল্পটা ছাপা হয়েছে দেখে
গ) মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে
ঘ) নিজের নাম ছাপার অক্ষরে দেখে
সঠিক উত্তৰ: গ) মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে

১৮. সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কী নাম লেখা ছিল?
ক) শ্রীতপন কুমার রায়
খ) তপন রায়
গ) তপন
ঘ) কোনোটাই নয়
সঠিক উত্তৰ: ক) শ্রীতপন কুমার রায়

১৯. তপনকে তার ছাপার আকারে লেখা গল্পটা পড়ে শোনাতে বলেছিলেন—
ক) তপনের মা
খ) তপনের বাবা
গ) তপনের ক দিদা
ঘ) তপনের ছোটোমাসি
সঠিক উত্তৰ: ক) তপনের মা

২০. তপনের পুরো নাম ছিল—
ক) তপন কুমার সেন
খ) শ্রীতপন কুমার বিশ্বাস
গ) তপনকান্তি পাল
ঘ) শ্রীতপন কুমার রায় [টাকি ভবনাথ হাই স্কুল]
সঠিক উত্তৰ: ঘ) শ্রীতপন কুমার রায় [টাকি ভবনাথ হাই স্কুল]

২১. 'প্রথম দিন' গল্পটির লেখক—
ক) তপন রায়
খ) শ্রীতপন কুমার রায়
গ) তপনচন্দ্র রায়
ঘ) তপনপ্রসাদ রায়
সঠিক উত্তৰ: খ) শ্রীতপন কুমার রায়

২২. "ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।" — কথাটা হল—
ক) গল্প লেখার কথা
খ) গল্প কারেকশানের কথা
গ) তপনের দ্বিতীয় গল্পের কথা
ঘ) তপনের গল্প ছাপা হওয়ার কথা
সঠিক উত্তৰ: খ) গল্প কারেকশানের কথা

২৩. "আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম" — উক্তিটির বক্তা—
ক) ছোটোমাসি
খ) তপনের বন্ধুরা
গ) মেজোকাকু
ঘ) মেসো [হেয়ার স্কুল]
সঠিক উত্তৰ: গ) মেজোকাকু

২৪. "এর মধ্যে তপন কোথা?” — তপন যার মধ্যে নিজেকে দেখতে পায়নি, সেটা হল—
ক) বাড়ির বড়োদের আলোচনার মধ্যে
খ) সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়া গল্পলেখকদের মধ্যে
গ) মেসোর ভালোবাসার মধ্যে
ঘ) তার পাঠানো গল্পের মধ্যে
সঠিক উত্তৰ: ঘ) তার পাঠানো গল্পের মধ্যে

২৫. "তপন আর পড়তে পারে না।" — কারণ—
ক) তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা হয়েছে
খ) সকলের প্রশংসায় সে কাবু হয়ে গেছে
গ) বড়োদের সামনে পড়তে সে লজ্জা পাচ্ছে
ঘ) নতুন মেসোকে দেখে সে ঘাবড়ে গেছে
সঠিক উত্তৰ: ক) তপনের গল্পটা আগাগোড়াই কারেকশান করা হয়েছে



Answer by:Krishna Saikia