১৭। আলো

Very Short Question Answe


১. লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী?

উ: লীলা মজুমদার সম্পাদিত পত্রিকাটির নাম 'সন্দেশ'।


২. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উ: তাঁর লেখা দুটি বই হল- 'চিনে লণ্ঠন', 'পাকদণ্ডী'।


৩. নিতাই কে?

উ: নিতাই হল শম্ভুর পাঠশালার সহপাঠী।


৪. সারারাত বনের মধ্যে কেমন শব্দ হয়?

উ: সারারাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, ফোঁসফোঁস এর মতো বিচিত্র শব্দ হয়।


৫. শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে?

উ: শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনেন।


৬. কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল?

উ: বেড়াল, প্যাঁচা, গাছ বনবিড়াল, মনসাঝোপ ওবাদুড়েরা শম্ভুর দাদুকে ভয় দেখিয়েছিল।


৭. শম্ভুর দাদুর জন্য কী আনতে গিয়েছিল?

উ: শম্ভু তার দাদুর জন্য হাড়ভাঙা গাছের পাতা ও মধু আনতে গিয়েছিল।


৮. দাদুর পায়ের ব্যথা কোন্ ওষুধে সারবে?

উ: হাড়ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে দাদুর পায়ে লাগিয়ে দিলেই তার ব্যথা সেরে যাবে।


৯. শম্ভু শেষপর্যন্ত মন থেকে কী দূর করতে পেয়েছিল?

উ: শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল।


১০. এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে?

উ: এই নাটকে মোট তেরোটি চরিত্রের দেখা মেলে।



Fill in The Blanks

১. পাতার ফাঁক দিয়ে বাতাস বয় —----। 

উ: পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ।


২. বুড়ো দাদু —------ অচেতন হয়ে পড়ে থাকে।

উ: বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে।


৩. হাতের তলায় —---- শিশি খুঁজে পায়।

উ: হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়।


৪. দূরে দূরে খানকতক—-----।

উ: দূরে দূরে খানকতক মনসাঝোপ।


৫. করাল কঠিন —----- ভারী।

উ: করাল কঠিন ধারালো ভারী।


৬. পিসি তুমি যাও না কেন —------  নিয়ে।

উ: পিসি তুমি যাও না কেন লণ্ঠন নিয়ে।


৭. শম্ভু —------ মাথায় দিয়ে বেরোলো।

উ: শম্ভু টোকা মাথায় দিয়ে বেরোলো।


৮. প্রথমে শম্ভুকে ভয় দেখাল—-----।

উ: প্রথমে শম্ভুকে ভয় দেখাল প্যাঁচারা।



True And False


১. শম্ভু পাঠশালায় শান্ত থাকত। x


২. শম্ভুর দাদু বন থেকে ওষুধ, পাতা খুঁজে আনে। ✓


৩. প্যাঁচারা আলোকে ভয় পায়। ✓


৪. মনসাঝোপে কাঁটা নেই। ✓


৫. বাদুড়েরা গুহায় থাকে। x




Editing By- Lipi Medhi