৯। দু-চাকার দুনিয়া

Very Short Question Answer

১. লেখক কবে যাত্রা করেন?
উত্তর: লেখক ১৯২৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করেন
 
২. 'দু চাকায় দুনিয়া' গল্পে লেখকের সঙ্গীদের নাম লেখো।
উত্তর: লেখকের তিনসঙ্গীর নাম হল-অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মণীন্দ্র ঘোষ
 
৩. লেখকদের সঙ্গে কীসের আলো ছিল?
উত্তর: লেখকদের সঙ্গে অ্যাসিটিলিনের আলো ছিল
 
৪. কে গুলি ছুঁড়েছিল?
উত্তর: লেখকদের দলের নেতা অশোক ০.৪৫ পিস্তল থেকে গুলি ছুঁড়েছিল
 
৫. লেখক কোথায় নীলগাই ও ময়ূর দেখেছিলেন?
উত্তর: লেখক আখের খেতের পাশে নীলগাই ও ময়ূর দেখেছিলেন
 
৬. গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কতটা লম্বা?
উত্তর: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ১,৫০০ মাইল লম্বা। এর দুধারে অনেক ফলের গাছ লাগানো ছিল। দশ মাইল অন্তর ছিল কুয়োর লাগোয়া পান্থশালা

৭. চৌকিদার বাঘ সম্বন্ধে কী বলেছিল?
উত্তর: চৌকিদার বলেছিল বাঘটা রোজ রাতে বাংলোয় আসত। খাবারের খোঁজে টহল দিত। খুব সম্ভব মানুষখেকো ছিল না
 
৮. পালামৌর জঙ্গলের কী কী পশু আছে?
উত্তর: পালামৌর জঙ্গলে বাঘ, হরিণ, নীল-গাই আছে

৯. বিহারে কী কী হরিণ দেখা গেল?
উত্তর: বিহারে ব্ল্যাক বাক ও স্পটেড ডিয়ার নামক হরিণ দেখা গেল
 
Fill in The Blanks
১. সাইকেল ছিল—----- টি
উ: সাইকেল ছিল চারটি
 
২. কলকাতার —-----  হল। হল থেকে সাইকেল যাত্রা শুরু হল
উ: কলকাতার টাউন হল থেকে সাইকেল যাত্রা শুরু হল
 
৩. গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেন —--------
উ: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন শেরশাহ
 
৪. গুলির শব্দে চলে গেল—------
উ: গুলির শব্দে চলে গেল বাঘ
 
 
    👉Paid Answer (90% Common)
 
Editing By- Lipi Medhi