অধ্য়ায় - ১৭

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User   

1. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
 
১.১ কোন্ কোন্ বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?
 
উত্তরঃ সাধারণত বাংলায় আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টি হয়।
 
১.২ মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে?
 
উত্তরঃ মেঘলা দিনে আকাশে মেঘ জমে। দিনের আলো ম্লান হয়ে আসে, সূর্য ডোবে। আকাশ জুড়ে শুরু হয় মেঘের খেলা। মেঘলা দিনে চারপাশের প্রকৃতি ঝাপসা হয়ে আসে। বৃষ্টি নামে প্রকৃতির বুকে। গাছপালা ঝাপসা হয়ে আসে। জলের ঝুপঝুপ্ শব্দ শোনা যায়। সবমিলিয়ে মেঘলা দিনে আকাশ ও আমার চারপাশের প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে।
 
১.৩ বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে-তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো। 
 
উত্তরঃ আমার গ্রামের মামার বাড়িতে বৃষ্টির সময় বাড়িতে জল উঠে। যায়। কারণ মামাবাড়ির জমি খুব নীচু। তাই সহজেই জল উঠে যায়। একদিন এরকমই একটি বৃষ্টির দিনে সবাই মিলে রান্নাঘরে বসে আমি, মামার মেয়ে, মা, মামিমা গল্প করছি-এরকম সময় নর্দমা থেকে দুটো মাছ রান্নাঘরে কী করে ঢুকল জানি না। তবে এটুকু মনে আছে, মাছদুটোকে আমরা আবার বৃষ্টির জলেই ছেড়ে দিয়েছিলাম।
 
১.৪. পুকুরে, টিনের চালে, গাছের পাতায়- বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো। 
 
উত্তরঃ পুকুরে, টিনের চালে, গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো যথাক্রমে হয় —  ঝুপ্ (পুকুর), টিপ্ টিপ্ (টিনের চাল), গাছের পাতায় (টস্টপ)।
 
২. বেমানান শব্দের তলায় দাগ দাওঃ
 
২.১. সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি
 
উত্তরঃ সূর্য, মেঘ, বৃষ্টি, আকাশ, বাড়ি
 
২.২. ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টাপুর
 
উত্তরঃ ডোবে ডোবে, লোভে লোভে, পলে পলে, দেশে দেশে, টাপুর টাপুর
 
২.৩. গাছপালা, মেঘ, হওয়া, বাদল, মানিক
 
উত্তরঃ গাছপালা, মেঘ, হওয়া, বাদল, মানিক
 
২.৪. মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর
 
উত্তরঃ মা, খোকা, দৌরাত্ম্য, হাসিমুখ, শিবঠাকুর
 
২.৫. মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টাপুর, নদী, সুয়োরানি
 
উত্তরঃ মেঘের খেলা, লুকোচুরি, টাপুর টাপুর, নদী, সুয়োরানি
 
শূন্যস্থান পূরণ করো:
 
৩.১. আকাশ ঘিরে —----------------- জুটেছে।
 
উত্তরঃ আকাশ ঘিরে মেঘ জুটেছে।
 
৩.২. বাদলা —------------------  মনে পড়ে।
 
উত্তরঃ বাদলা হাওয়ায় মনে পড়ে।
 
৩.৩. মনে পড়ে —----------------------  আলো।
 
উত্তরঃ মনে পড়ে ঘরটি আলো।
 
৩.৪. ঘরেতে —------------------  ছেলে।
 
উত্তরঃ ঘরেতে দুরন্ত ছেলে।
 
৩.৫. বাইরে কেবল —----------------------  শব্দ।
 
উত্তর: বাইরে কেবল জলের শব্দ।
 
৩.১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান?
 
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাদে নোবেল পুরস্কার পান।
 
৩.২. কোন্ বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান?
 
উত্তরঃ Song Offerings — এর জন্য তিনি নোবেল পুরস্কার পান।
 
৩.৩. 'বিষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতাটি তাঁর কোন্ কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
 
উত্তর: 'বিষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতাটি তাঁর 'শিশু' নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে।
 
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
 
৪.১. বৃষ্টির দিনে কবির মনে কোন্ গান ভেসে আসে?
 
উত্তরঃ বৃষ্টির দিনে কবির মনে 'বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান'- এই গান ভেসে আসে।
 
৪.২. বৃষ্টির নদীর এপার এবং ওপারে যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো।
 
উত্তরঃ আলোচ্য কবিতায় বাদল দিনে কবি নদীর এপার এবং ওপারের সুন্দর বর্ণনা দিয়েছেন। নদীর এপারে মেঘলা আকাশ বৃষ্টি তখনো শুরু হয়নি। আর নদীর ওপর বৃষ্টি পড়ছে তাতে দূরের গাছপালা ঝাপসা দেখাচ্ছে।
 
৪.৩. “সেদিনও কি এমনিতরো / মেঘের ঘটাখানা”- কোন্ দিনের কথা বলা হয়েছে? সেদিনের প্রকৃতির বর্ণনা দাও।
 
উত্তরঃ "সেদিনও কি এমনিতরো / মেঘের ঘটাখানা” – লাইন দুটিতে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। কবির ভাষায় সেদিনের প্রকৃতি অন্য দিনগুলোর থেকে অনেকটাই আলাদা। যেদিন শিবঠাকুরের বিয়ে হয়েছিল, সেদিনও এমনই মেঘের ঘটা ছিল। বিষ্টি পড়েছিল সেদিন। বানও এসেছিল। বিজলি খেলে যাচ্ছিল আকাশের বুকে। এমনই ছিল সেদিনের প্রকৃতি।
 
৪.৪. মেঘের খেলা কবির মনে কোন্ কোন্ স্মৃতি বয়ে আনে
 
উত্তরঃ মেঘের খেলা কবির মনে ছেলেবেলার গান মনে করায়। মেঘের খেলা কবির মনে লুকোচুরির কথা মনে করায়। মনে আসে সুয়োরানি-দুয়োরানির কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা। বাইরে জলের কাছে দস্যি ছেলের একদম শান্ত হয়ে গল্প শোনা, শিবঠাকুরের বিয়ের কথাও তাঁর মনে পড়ে। দুরু দুরু বুকে ছোট্ট খোকার বিছানার একপাশে শুয়ে থাকার কথা আর পলে পলে নতুন খেলার কথাও তাঁর স্মৃতিতে আসে।
 
৫. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
 
৫.১ কঙ্কাবতী ছিল রাগী/আদুরে/অভিমানী/ব্যথিত।
 
উত্তরঃ কঙ্কাবতী ছিল অভিমানী
 
৫.২ মেঘের খেলা দেখে মনে পড়ে কত- গল্প/ খেলা/ ঘটনা/ছবি।
 
উত্তরঃ মেঘের খেলা দেখে মনে পড়ে কত খেলা
 
৫.৩ খোকা ঘুমিয়ে আছে- বিছানায়/মেঘেতে/দোলনায়/ আয়ের কালে।
 
উত্তর: খোকা ঘুমিয়ে আছে বিছানায়
 
৫.৪ থেকে থেকে হানা দিচ্ছিল বিজুলি/বৃষ্টি/ঝড়/বিদ্যুৎ।
 
উত্তরঃ থেকে থেকে হানা দিচ্ছিল বিজুলি
 
৫.৫ এপারেতে মেঘের মাথায় জ্বলে একশো মানিক/হাজার মানিক/লক্ষ মানিক/সহস্র মানিক।
 
উত্তর: এপারেতে মেঘের মাথায় জ্বলে একশো মানিক
 
৫.৬ চারিদিকেইটেতে/গাছেতে/দেয়ালেতে/কুটিরেতে ছায়া কালো কালো।
 
উত্তরঃ চারিদিকে দেয়ালেতে ছায়া কালো কালো।
 
৬। শূন্যস্থান পূরণ করো।
 
৬.১ বাদল হাওয়ায় মনে পড়ে—-------------------------  গান।
 
উত্তরঃ বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান।
 
৬.২—--------------------- উপর মেঘ করেছে,/ —----------------------- উপর।
 
উত্তরঃ রং উপর মেঘ করেছে,/ মেঘের রঙের উপর।
 
৬.৩ কত নতুন ফুলের—--------------------- দিয়ে যায়।
 
উত্তরঃ কত নতুন ফুলের বৃষ্টি দিয়ে যায়।
 
৬.৪ মেঘের খেলা দেখে কত—-------------------------- মনে পড়ে।
 
উত্তরঃ মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে।
 
৬.৫ মায়ের পরে দৌরাত্মি সে/না যায়—----------------------------।
 
উত্তরঃ মায়ের পরে দৌরাত্মি সে/না যায় লেখাজোকা।
 
৬.৬ মনে পড়ে অভিমানী/ —--------------------------- ব্যথা।
 
উত্তর: মনে পড়ে অভিমানী/ কঙ্কাবতীর ব্যথা।
 
৬.৭ —------------------------- বিয়ে হল/কবে কার সে কথা।
 
উত্তর: শিবঠাকুরের বিয়ে হল/কবে কার সে কথা।
 
৬.৮ —--------------------- ছেলে গল্প শোনে/একেবারে চুপ।
 
উত্তরঃ দস্যি ছেলে গল্প শোনে/একেবারে চুপ।
 
৬.৯ না জানি কোন্ —-----------------------  ধারে/না জানি কোন্ দেশে।
 
উত্তরঃ না জানি কোন্  নদীর ধারে/না জানি কোন্ দেশে।
 
৬.১০ কোন্ —------------------------  ঘুম পাড়াতে/কে গাহিল গান।
 
উত্তর: কোন্ ছেলেরে ঘুম পাড়াতে/কে গাহিল গান।
 
৭। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
 
৭.১ আকাশ ঘিরে মেঘে জুটেছে কেন?
 
উত্তরঃ আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটেছে।
 
৭.২ বাদল হাওয়ায় কী মনে পড়ে?
 
উত্তরঃ বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান।
 
৭.৩ কোথায় মেঘের খেলা চলে?
 
উত্তরঃ আকাশ জুড়ে মেঘের খেলা চলে।
 
৭.৪ কবিতায় কোন্ দুই রানির কথা আছে?
 
উত্তরঃ কবিতায় সুয়োরানি ও দুয়োরানির কথা আছে।
 
৭.৫ কবিতায় ছেলেবেলার কোন্ গানটির উল্লেখ আছে?
 
উত্তরঃ কবিতায় উল্লিখিত ছেলেবেলার গানটি হল- 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।'
 
৭.৬ কে একেবারে চুপ করে গল্প শোনে। (খাদিমপুর হাইস্কুল)
 
উত্তর: দস্যি ছেলে একেবারে চুপ করে গল্প শোনে।
 
৭.৭ সৃষ্টি কীসে কেঁপে ওঠে?
 
উত্তরঃ মেঘের ডাকে সৃষ্টি কেঁপে ওঠে।
 
৭.৮ "সেদিনও কি এমনি তরো মেঘের ঘনঘটা।" দিনের কথা বলা হয়েছে? কোন্
 
উত্তরঃ এখানে শিবঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে।
 
৭.৯ "তারি সঙ্গে মনে পড়ে" কী মনে পড়ে?
 
উত্তরঃ তারি সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান।
 
৭.১০ "মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা।"-কঙ্কাবতীর অভিমানের কারণ কী? (পর্ষদ নমুনা)
 
উত্তরঃ নিজের জীবনের কষ্ট থেকে কঙ্কাবতী অভিনয় করেছিল।
 
৭.১১ "কে গাইছিল গান"- কে, কোথায় গান গেয়েছিল?
উত্তর: কোন্ এক নাম না জানা মা ছেলেকে ঘুম পাড়াতে নদীর ধারে গান গেয়েছিল।
 
৮। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
 
৮.১ "সেদিনও কি এমনিতরো/মেঘের ঘনঘটা"-কোন্ দিনের কথা বলা হয়েছে? কবির এমন সংশয় কেন? (বার্লো গার্লস হাই স্কুল)
 
 উত্তরঃ শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে। এটা বহুদিন আগের কথা। তাই কবির এ বিষয়ে সংশয় রয়েছে।
 
৮.২ 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতায় কোন্ কোন্ কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে?
 
উত্তরঃ 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কবিতায় সুয়োরানি, দুয়োরানি ও কঙ্কাবতী-এই তিনটি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে।
 
৮.৩ দিনের আলো নিভে আসার সময় কী কী হয়?
 
উত্তর: দিনের আলো নিভে আসার সময় সূর্য ডুবতে থাকে। আর আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটতে থাকে
 
৮.৪ মেঘের খেলা দেখে কবির কী কী মনে পড়ে?
 
উত্তরঃ মেঘের খেলা দেখে কবির মনে পড়ে ঘরের কোণে বহুদিনের লুকোচুরির কথা আর ছেলেবেলার গান 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর। নদেয় এলো বান'-এটাও মনে পড়ে।
 
৮.৫ 'টাপুর টুপুর' বৃষ্টি পড়লে তুমি কী করো?
 
উত্তরঃ টাপুর টুপুর' বৃষ্টি পড়লে আমি রাস্তায় গাছের পাতায়, টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলির পড়া দেখতে থাকি। আর কখনো-কখনো বৃষ্টির জমা জলে কাগজের নৌকা ভাসাই।
 
 


Editing By:- Lipi Medhi