অধ্য়ায় - ২৬

একলা

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User 

১. নিজের ভাষায় লেখো:


১.১ তুমি কখন একলা থাকো?


উওৰ: যখন আমার বাড়িতে কেউ থাকে না, আর আমার স্কুল যেদিন ছুটি থাকে তখন আমি একলা থাকি।


১.২ সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছ?


উওৰঃ সবুজ গাছপালায় ছাওয়া পথ আমি গ্রামে দেখেছি। সে পথে চলতে আমার ভালো লেগেছে।


১.৩ কত রঙের, কত রকমের পাথর তুমি দেখেছ


উত্তর: কালো, হলুদ, সাদা, সবুজ রঙের, হরেক রকমের পাথর আমি দেখেছি।


১.৪ গাছের থেকে কোন্ ঋতুতে পাতা ঝরে? কোন্ কোন্ গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছ?


উওৰঃ: গাছের থেকে হেমন্ত শীত ঋতুতে পাতা ঝরে। বট, অশ্বত্থ গাছ থেকে পাতা ঝরতে আমি দেখেছি।


১.৫ গাছ আমাদের কী কী দেয় তা পাঁচটি বাক্যে লেখো।


উত্তরঃ গাছ আমাদের বেঁচে থাকার জন্য শ্বাসবায়ু বা অক্সিজেন সরবরাহ করে। গাছ আমাদের ক্লান্ত সময়ে শ্রান্তিদান করে। গাছ আমাদের জ্বালানি সরবরাহ করে। গাছে পাখিরা বাসা বাঁধে। গাছ থেকে আমরা ফুল-ফল পাই।


১.৬ পশ্চিমবঙ্গের কোন্ কোন্ জেলায় 'শালবন' রয়েছে? শালপাতাকে মানুষ কী কী ভাবে ব্যবহার করে?


উওরঃ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলায় শালবন রয়েছে। শালপাতাকে মানুষ খাবার প্লেট তৈরিতে, জ্বালানি হিসেবে ব্যবহার করে।


১.৭ 'বাজনা' শব্দটা শুনলে তোমার চোখে কোন্ ছবি ভেসে ওঠে। কোন্ কোন্ বাজনার নাম তুমি জানো? কোন্ কোন্ বাজনা বাজতে দেখেছ তুমি?


উওরঃ 'বাজনা' শব্দটা শুনলে আমার চোখে দুর্গাপূজার ঢাক বাজানোর ছবি ভেসে ওঠে।

আমি ঢাক, ঢোল, গিটার ইত্যাদি বাজনার নাম জানি। আমি ঢাক, ঢোল, তবলা বাজাতে দেখেছি।


২. নীচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে, সেইভাবে সাজিয়ে লেখো।


২.১. ভুলিয়ে দেয় সব হিসাব ও।


 উওরঃ: ও সব হিসাব ভুলিয়ে দেয়।


২.২. থাকেনা আর দুঃখ কোনোই।


উওরঃ আর কোনোই দুঃখ থাকেনা।


২.৩. ঠিক যদি দিই সাড়া।


উওরঃ যদি ঠিক সাড়া দিই।


৩। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:


৩.১ কথক যখন একলা থাকে তখন তার সঙ্গে থাকে- মা/ বাবা/ টিয়াপাখি/সবুজ গাছপালা।


উত্তরঃ কথক যখন একলা থাকে তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা।


৩.২ কথকের দিকে তাকায় - টিকটিকি/গিরগিটি/ কাঠবেড়ালি/ চড়ুই পাখি।


উত্তরঃ কথকের দিকে তাকায় কাঠবেড়ালি।


৩.৩ কথকের কাঠবেড়ালি ভুলিয়ে দেয় সব নাম/রাস্তা। পড়া/হিসাব/


উওরঃ কথকের কাঠবেড়ালি ভুলিয়ে দেয় সব হিসাব।


৩.৪ একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে - ফুল/গাছের পাতা/শিশির/বৃষ্টি। (পর্ষদ নমুনা প্রশ্ন)


উত্তরঃ একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা।


৪. শূন্যস্থান পূরণ করো।


৪.১ তার ভিতরে চলে যাওয়ার থাকে।


উত্তরঃ তার ভিতরে চলে যাওয়ার পথ-ও থাকে।


৪.২ এদিক-ওদিক—-থাকে থামায়।


উওরঃ এদিক-ওদিক টানতে থাকে আমায়।


৪.৩ ছুট দেয় আর—তখন থামায়।


উত্তরঃ ছুট দেয় আর কেই বা তখন থামার।


৪.৪ তখন আমি—--তো নই।


উওরঃ তখন আমি একলা তো নই।


৪.৫ —-সব এক হয়ে যায়।


উত্তরঃ ঘর-বার সব এক হয়ে যায়।


৪.৬ তখন—--একলা মনের


উত্তর: তখন আমার একলা মনের কোণে।


৫। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


৫.১ "যেই-না তাকে ধরতে যাব"-কাকে ধরার কথা বলা হয়েছে?


উত্তরঃ এখানে 'একলা' কবিতায় কথকের কাঠবেড়ালিকে ধরতে যাবার কথা বলা হয়েছে।


৫.২ "মস্ত আশীর্বাদের মতো" -'মস্ত আশীর্বাদের মতো' বলতে কী বোঝানো হয়েছে?


উত্তরঃ মস্ত আশীর্বাদের মতো গাছের থেকে পাতা ঝরার কথা বলা হয়েছে।


৫.৩ "এদিক-ওদিক টানতে থাকে আমায়" সামান্য একটি কাঠবেড়ালি কীভাবে কবিকে এদিক-ওদিক টানতে থাকে।


উওরঃ কাঠবেড়ালিকে ধরতে গেলেই সে দৌড়াতে থাকে এবং কবিও তার পিছনে ছোটেন। এইভাবে কবিও তার পেছনে ছোটেন।


৫.৪ "তখন আমি একলা তো নই" হয়? কখন এমন অনুভূতি


উত্তরঃ যখন গাছের পাতা কথকের মাথায় আশীর্বাদের মতো ঝরতে থাকে, তখন তার এমন অনুভূতি হয়।


৫.৫ 'একলা' কবিতায় উল্লিখিত গাছগুলির নাম লেখো।


উত্তরঃ 'একলা' কবিতায় উল্লিখিত গাছগুলি হল-শাল, তাল, সুপুরি।


৫.৬ কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে কারা থাকে?


উওরঃ একলা থাকার সময়ে কবির সঙ্গে কাঠবিড়ালি, শাল, তাল, সুপুরি গাছ-এরা থাকে।


  


Paid Answer (For Membership User)

Editing By:- Lipi Medhi