অধ্য়ায় - ২৪

তালনবমী

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User  

১। জেনে নিয়ে নিজের ভাষায় লেখো:

 

১.১ কোন্ মাসে তাল পাকে?

 

উত্তরঃ ভাদ্র মাসে তাল পাকে।

 

১.২ আউশ ধান কোন্ ঋতুতে ঘরে ওঠে?

 

উত্তরঃ বর্ষায় আউশ ধান ঘরে ওঠে।

 

১.৩ গ্রাম জীবনে পালিত হয়, এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো।

 

উত্তরঃ গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি অনুষ্ঠানের নাম চড়ক মেলা, তালনবমী।

 

১.৪ বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন?

 

উত্তরঃ বর্ষাকালে অন্ধকারে চলাফেরা না করার কারণ বর্ষায় রাস্তায় এমনিতেই সাপের আনাগোনা থাকে। তাই অন্ধকারে চলাফেরা না করাই ভালো।

 

১.৫ তাল থেকে তৈরি কোন্ কোন্ খাবার তোমার প্রিয়?

 

উত্তরঃ তাল থেকে তৈরি তালের বড়া আমার প্রিয়।

 

২। অর্থ না বদলে নীচের বাক্যগুলো শব্দঝুড়ির সাহায্য নিয়ে অন্যভাবে লেখো:

 

২.১ ক্ষুদিরাম ভচার্জের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। যেমন: ক্ষুদিরাম ভট্টার্জের বাড়ি দুদিন রান্না হয়নি।

উত্তরঃ

 

২.২ কতক্ষণে যে রাত পোহাবে

 

উত্তরঃ কতক্ষণে যে রাত কাটাবে।

 

২.৩ কিন্তু সাহসে কুলোয় না তার।

 

উত্তরঃ কিন্তু তার সাহস হয় না।

 

২.৪ আমারও পেট চুঁই ছুঁই করচে।

 

উত্তরঃ আমারও খিদে পেয়েছে।

 

২.৫ বাঁশঝাড় নুয়ে পড়চে বাদলার হাওয়ায়।

 

উত্তরঃ বাঁশঝাড় হেলে পড়েছে বর্ষার হাওয়ায়।

 

৩। পাঠ্য অংশটি পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

 

৩.১ গল্পে মোট কটি শিশু চরিত্রের কথা আছে? তাদের নাম,

পরিচয় লিখে তাদের স্বভাব বিষয়ে দুটি করে বাক্য লেখো।

 

উত্তরঃ গল্পে মোট ১০টি শিশু চরিত্রের কথা আছে- নেপাল, গোপাল, চুনি, সানু, কুড়োরাম, হারু, হিতেন, দেবেন, গুটকে, পাঁচু। নেপাল, গোপাল ক্ষুদিরাম ভচার্জের দুই ছেলে। শিবু বাঁডুজ্যের ছেলে চুনি। রাখাল রায়ের ছেলে মানু, । কালীবর বাঁডুজ্যের বড়ো ছেলে পাঁচু। দীনু ভাজের ছেলে কুড়োরাম।

 

স্বভাব : (১) গোপাল: জটি পিসিমার বাড়িতে নিমন্ত্রণ পাবে এই আশায় থাকে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, সাপের ভয় তুচ্ছ করে যায়। গোপাল খুব অভিমানী। (২) নেপাল: ভাইকে খুব ভালোবাসে। সেও ভাইয়ের মতো নিমন্ত্রণের আশায় বুক বাঁধে। 'কষ্ট' সম্পর্কে সচেতন। তাই সে তাল-এর দাম নিতে চায়, কারণ সে কষ্ট করে তাল কুড়োবে।

 

৩.২ ভরা বর্ষায় ক্ষুদিরাম ভচার্জের দিন কীভাবে কাটে?

 

উত্তরঃ ভরা বর্ষায় ক্ষুদিরাম ভচার্জের দিন প্রায় অনাহারে কাটে। সামান্য আয়ের এই গৃহস্থের জমিজমার সামান্য আয়।

 

দু-চারজন শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে আয় করে কোনোরকমে সংসার চালায়, দু'বেলা পেট পুরে বর্ষায় তাদের খাবারও জোটে না। আধপেটা খেয়ে তাদের দিন কাটে।

 

৩.৩ চুনির মা জটি পিসিমার বাড়ি গিয়েছিল কেন?

 

উত্তরঃ তালনবমী মঙ্গলবার। জটি পিসিমার বাড়ি ওইদিন লোকজন খাবে। তাই চুনির মা ডাল ভাঙতে জটি পিসিমার বাড়ি গিয়েছিল।

 

৩.৪ জটি পিসিমার বাড়িতে কীবারে, কেন তালের প্রয়োজন হয়েছিল?

 

উত্তরঃ জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে, তালনবমীর দিনে তালের পিঠের জন্য তালের প্রয়োজন হয়েছিল।

 

৩.৫ কে, কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?

 

উত্তরঃ গোপাল দিঘির পাড় থেকে, বর্ষাকালে, গ্রামের পাশে তালদিঘির ধার থেকে, সাপের ভয় তুচ্ছ করে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল।

 

৩.৬ জটি পিসিমার ভালো নামটি কী?

 

উত্তরঃ জটি পিসিমার ভালো নামটি হরিমতী।

 

৩.৭ বর্ষারাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল, তা গল্প অনুসরণে লেখো।

 

উত্তরঃ বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখেছিল যে জটি পিসিমা আদর করে কাঁকুড়ের ডালনা, মুগের ডাল খাওয়াচ্ছে। লাবণ্যদি থালায় গরম গরম তিলপিটুলি ভাজা খেতে দিচ্ছে। চমৎকার তরকারির গন্ধ বাতাসে। পায়েসে খেজুর গুড়ের গন্ধ। কিন্তু মার ডাকে সকালে গোপালের ঘুম ভাঙলে সে বুঝতে পারে সারারাত সে হিজিবিজি স্বপ্ন দেখেছে। অর্থাৎ স্বপ্নটা মিথ্যে হয়ে যাওয়ায় হিজিবিজি হয়ে গেছে।

 

৪। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

 

৪.১ গল্পে উল্লিখিত মাসটি হল- শ্রাবণ/ভাদ্র/আশ্বিন/কার্তিক।

 

উত্তরঃ গল্পে উল্লিখিত মাসটি হল ভাদ্র।

 

৪.২ ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল-শিক্ষক/পুরোহিত/উকিল/মোক্তার।

 

উত্তরঃ ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল পুরোহিত।

 

৪.৩ তালনবমী ছিল বৃহস্পতিবার। - সোমবার/ মঙ্গলবার/বুধবার/

 

উত্তরঃ তালনবমী ছিল মঙ্গলবার।

 

৪.৪ সন্ধেবেলা দুই ভাই গিয়েছিল-তাল কুড়াতে/জল আনতে/পাখি ধরতে/মাছ ধরতে।

 

উত্তরঃ সন্ধেবেলা দুই ভাই গিয়েছিল মাছ ধরতে।

 

৪.৫ জটি পিসিমার বাড়িতে যার মা ডাল ভাঙতে গিয়েছিল - চুনি/ কুড়োরাম/হিতেন/দেবেন।

 

উত্তর: জটি পিসিমা বাড়িতে যার মা ডাল ভাঙতে গিয়েছিল চুনি।

 

৪.৬ জটি পিসির স্বামীর নাম- দীনু/ক্ষুদিরাম/নটবর/নবীন।

 

উত্তরঃ জটিপিসির স্বামীর নাম নটবর।

 

৪.৭ কুড়োরামের বাবার নাম - ক্ষুদিরাম/নটবর/দীনু/নটবর।

 

উত্তরঃ কুড়োরামের বাবার নাম দীনু।

 

৪.৮ গোপালকে নেমন্তন্ন খেতে যাবার কথা বলেছিল- চুনি/কুড়োরাম/হিতেন/দেবেন।

 

উত্তর : গোপালকে নেমন্তন্ন খেতে যাবার কথা বলেছিল কুড়োরাম।

 

৪.৯ নেপাল জটি পিসিমাকে এক পয়সায় তাল দিতে চেয়েছিল- এক/দুই/তিন/চারটে।

 

উত্তরঃ নেপাল জটি পিসিমাকে এক পয়সায় তাল দিতে চেয়েছিল তিনটে।

 

৪.১০ 'মা বকে',-মায়ের বকাবকি করার কারণ-নেপাল আর গোপাল মন দিয়ে পড়াশোনো করে না/পরিবারের নিদারুণ অভাব অনটন এবং বাচ্চাদের ঠিকমতো খেতে দিতে না পারার কষ্ট/রান্না হওয়ার আগে থেকেই। খাওয়ার জন্য বিরক্ত করা/নেপাল আর গোপাল মাকে। না বলে এদিক সেদিক চলে যায়। (পর্ষদ নমুনা)।

 

উত্তর: মায়ের বকাবকি করার কারণ হল-পরিবারের নিদারুণ অভাব অনটন এবং বাচ্চাদের ঠিকমতো খেতে না দিতে পারার কষ্ট।

 

৪.১১ তাল পাকে যে মাসে-বৈশাখ/ভাদ্র/আশ্বিন/মাঘ-এ।

 

উত্তর: তাল পাকে ভাদ্র মাসে।

 

৪.১২ শিবু বাঁড়ুজ্যের ছেলের নাম কী ছিল?- নেপাল/চুনি/ গোপাল/কুড়োরাম (দ্য খিদিরপুর অ্যাকাডেমি)।

 

উত্তরঃ শিবু বাঁড়ুজ্যের ছেলের নাম চুনি।

 

৫। শূন্যস্থান পূরণ করো।

 

৫.১ নেপালের বয়স

 

উত্তর: নেপালের বয়স বারো।

 

৫.২. বয়সে নেপালের চেয়ে বড়ো।

 

উত্তরঃ চুনি বয়সে নেপালের চেয়ে বড়ো।

 

৫.৩ তালনবমীর বের্তো আসচে এই

 

উত্তরঃ তালনবমীর বের্তো আসচে এই মঙ্গলবার।

 

৫.৪ মাঠে প্রকাণ্ড

 

উত্তরঃ মাঠে প্রকাণ্ড তালদিঘি।

 

৫.৫ পুবদিকের কপাট

 

উত্তর: পুবদিকের জানালার কপাট দড়ি বাঁধা।

 

৫.৬ বড্ড সাপের ভয়

 

উত্তরঃ বড্ড সাপের ভয় খোকাঠাকুর।

 

৫.৭ রাত্রে গোপালের ঘুম হয় না।

 

উত্তরঃ রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না।

 

৫.৮ গুড়ের পায়েসের বাতাসে।

 

উত্তর: খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে।

 

৫.৯ বোকার মতো দিকে চেয়ে রইল। করে সে মায়ের মুখের

 

উত্তরঃ বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল।

 

৫.১০ ঘুমের মধ্যে ওসব কী স্বপ্ন সে দেখছিল।

 

উত্তরঃ ঘুমের মধ্যে ওসব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল।।

 

৬। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

 

৬.১ "ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে।" কখন ছেলেপুলেরা পেটপুরে খেতে পাবে?

 

উত্তরঃ ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। তখন ছেলেপুলেরা পেট পুরে খেতে পাবে।

 

৬.২ ক্ষুদিরামের দুই ছেলের নাম কী?

 

উত্তরঃ ক্ষুদিরামের দুই ছেলে হল গোপাল ও নেপাল।

 

৬.৩ "গোপাল সেটা জানত না!"- গোপাল কী জানত না?

 

উত্তরঃ তালনবমীর ব্রততে তালের বড়া করে এটা সে জানত না।

 

৬.৪ নেপাল কোথা থেকে তাল কুড়িয়ে এনে বিক্রি করে?

 

উত্তরঃ নেপাল মাঠের তালদিঘি থেকে তাল কুড়িয়ে এনে বিক্রি করে।

 

৬.৫ জটি পিসিমার স্বামীর নাম ও তার ভালো নাম কী?

 

উত্তরঃ জটি পিসির স্বামীর নাম নটবর মুখার্জি। জটি পিসিমার ভালো নাম হরিমতী।

 

৬.৬ গোপাল কেন তার দাদাকে তালের দাম নিতে বারণ করেছিল?

 

উত্তরঃ গোপালের আশা ছিল তালের দাম নিলে তারা নিমন্ত্রণ পাবে না।

 

৬.৭ "যাচ্ছ কনে এত ভোরে?" জিজ্ঞাসা করেছিল? কে, কাকে একথা

 

উত্তরঃ গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওরা গোপালকে একথা জিজ্ঞাসা করেছিল।

 

৬.৮ 'তুই একটা বোকা' কে, কাকে একথা বলেছিল?

 

উত্তরঃ নেপাল তার ভাই গোপালকে একথা বলেছিল।

 

৬.৯ জটি পিসিমার বড়ো মেয়ের নাম কী?

 

উত্তরঃ জটি পিসিমার বড়ো মেয়ের নাম লাবণ্য।

 

৬.১০ গোপাল কটা তাল জটি পিসিমাকে দিয়েছিল?

 

উত্তর: গোপাল দুটো তাল জটি পিসিমাকে দিয়েছিল।

 

৭। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

 

৭.১ "ক্ষুদিরাম ভাজের বাড়ি আজ দু-দিন হাঁড়ি চড়েনি।”-

'ক্ষুদিরাম ভট্টাজ' কে? তার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েন কেন ?

 

উত্তরঃ 'তালনবমী' গল্পের ক্ষুদিরাম ভট্টাজ হলেন এক সামান্য । গৃহস্থ। জমিজমায় সামান্য আয় আর দু-চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে খুব কষ্টে তার সংসার চলে। ভীষণ বর্ষায় অনেক গৃহস্থের মতো তার বাড়িতেও অনাহার দেখা দিয়েছে। তাই তার বাড়ি হাঁড়ি চড়েনি।

 

৭.২ "দুই ভায়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে।"-দুই ভাই কে? সংসারের ওপর তাদের বিরক্তির কারণ কী?

 

উত্তরঃ এখানে দুই ভাই বলতে ক্ষুদিরামের দুই ছেলে নেপাল ও গোপালের কথা বলা হয়েছে। সামান্য গৃহস্থের ক্ষুদিরামের বাড়িতে অভাব ও অনাহার নিত্যসঙ্গী। কদিন ধরে দুই ভাইয়ের পেট ভরে খাওয়া জোটেনি। তাই তারা সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে।

 

৭.৩ গোপাল কী স্বপ্ন দেখেছিল?

 

উত্তরঃ গোপাল স্বপ্নে দেখেছিল জটি পিসিমা তাকে আদর করে কাঁকুড়ের ডালনা খাওয়াচ্ছেন। তার মেয়ে তিলপিটুলি ভাজা এনে আদর করে তার থালায় ঢেলে দিচ্ছে। জটি । পিসিমা তাকে দিচ্ছে পায়েস আর তালের বড়া আর বলছে তার দেওয়া তালেই পায়েস হল। গোপাল খুশি মনে শুধু খেয়েই যাচ্ছে। 

 

৭.৪ "তোমার জন্যে তাল এনিচি পিসিমা।"- কার উক্তি? পিসিমা কে? সে কেমন তাল চেয়েছিল?

 

উত্তরঃ 'তালনবমী' গল্পের গোপাল এই উক্তিটি করেছে। পিসিমা হলেন হরিমতী মুখুজ্যে। গ্রামের সকলে তাকে জটি পিসি বলে। জটি পিসিমা কালো হেঁড়ে তাল চেয়েছিল।

 

৮. ক্রিয়াপদের তলায় দাগ দাও:

 

৮.১ ওদের ডাল ভাঙতে গিয়েচে।

 

উত্তর: ওদের ডাল ভাঙতে গিয়েচে।

 

৮.২ তাহলে যাই পিসিমা?

 

উত্তরঃ তাহলে যাই পিসিমা?

 

৮.৩ তাল নেবেন তা হ'লে?

 

উত্তর: তাল নেবেন তা হ'লে?

 

৮.৪ রাত্রে বৃষ্টি নামে।

 

উত্তরঃ রাত্রে বৃষ্টি নামে।

 

৮.৫ আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি।

 

উত্তরঃ আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি।

  


Paid Answer (For Membership User)

Editing By:- Lipi Medhi