অধ্য়ায়-৫

পাখির কাছে, ফুলের কাছে

--------------------------------------------------------

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User    

১। ঠিক শব্দটি/শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১. জোনাকি এক ধরনের- (পাখি/মাছ/পোকা/খেলনা)।

উত্তরঃ  জোনাকি এক ধরনের পোকা।

১.২. 'মোড়' বলতে বোঝানো হয়- (গোল/ বাঁক/ যোগ/চওড়া)।

উত্তরঃ  'মোড়' বলতে বোঝানো হয় বাঁক।

১.৩. 'দরবার' শব্দটির অর্থ হল (দরজা/সভা/দরগা/দোকান)।

উত্তরঃ  'দরবার' শব্দটির অর্থ হল সভা।

১.৪. প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল-(গত হবে/মোড় ফিরেছে/কালোজল/ডাবের মতো চাঁদ উঠেছে)।

উত্তরঃ  প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল ডাবের মতো চাঁদ উঠেছে।

 ২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

২.১. কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?

উত্তরঃ চাঁদ দেখার জন্য কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন।

২.২. কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন?

উত্তরঃ  কবি রাত্রিবেলা চাঁদ দেখার জন্য ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন।

২.৩. বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?

উত্তরঃ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে থরথর অবস্থায় কাঁপতে দেখলেন।

২.৪. শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন্ জিনিসের কথা কবিতায় রয়েছে?

উত্তরঃ  শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন পাহাড়ের কথা কবিতায় রয়েছে।

২.৫. সেই রাতে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?

উত্তরঃ সেই রাতে জেগে থাকার দলে জোনাকি আর কালো দিঘির জল ছিল। তারা কবির কাছে না ঘুমিয়ে, পদ্য লেখার ভাঁজ খুলে, রক্ত জবার ঝোপের কাছে কাব্য করার আবদার জানিয়েছিল।

২.৬. তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?

উত্তরঃ তাদের ডাকে সাড়া দিয়ে কবি পাখির কাছে, ফুলের কাছে ছড়ার বই খুলে মনের কথা বলেছিলেন।

২.৭. রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো।

উত্তরঃ  রক্তজবার ঝোপের কাছে জোনাকিদের নিয়ে, কল কলানো দিঘির জল নিয়ে না ঘুমিয়ে কবিরা সকলে মিলে কাব্যের আসর বসিয়েছিলেন। দিঘির কথায়, ফুল পাখিরা হেসে উঠেছিল 'কাব্য হবে' বলে। কোলাহল জুড়েছিল। কবি পকেট থেকে ছড়া বার করে পাখি-ফুলের কাছে নিজের মনের কথা প্রকাশ করেছিলেন।

২.৮. 'চাঁদ' কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো।

উত্তরঃ  'চাঁদ' কে নিয়ে আমার শোনা একটি ছড়া- চাঁদ উঠেছে ফুল ফুটেছে বাদামতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণির বে। 

অতিরিক্ত সংযোজন

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ "বলল, এসো, আমরা সবাই না ঘুমানোর দল”-এখানে "না ঘুমানোর দল" হল-আত্মীয়স্বজন/স্কুলের বন্ধুরা/ পশুপাখিরা/প্রকৃতি ও জীবজগৎ (পর্ষদ নমুনা)

উত্তরঃ  এখানে "না ঘুমানোর দল" হল-প্রকৃতি ও জীবজগৎ।

১.২ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে, সেটি হল-কাব্য হবে/মোড় ফিরেছি/কালো জল/ডাবের মতোর চাঁদ উঠেছে (কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল)

উত্তরঃ  প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে, সেটি হল-ডাবের মতো চাঁদ উঠেছে।

১.৩ 'দরবার' শব্দটির অর্থ হল-দরজা/দরগা/সভা/সমিতি (বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল)

উত্তরঃ  'দরবার' শব্দটির অর্থ হল-সভা।

১.৪ পকেট থেকে খোলো তোমার-গদ্য/পদ্য/নাটক/কবিতা লেখার ভাঁজ।

উত্তরঃ পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ।

১.৫ পাহাড়টাকে/পাতালটাকে/পথটাকে/আকাশটাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার।

উত্তরঃ  পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘিটার পার।

১.৬ কবি মনের কথা বলেন-পাখির কাছে/ফুলের কাছে/ পাখির ও ফুলের কাছে/মাঠের কাছে।

উত্তরঃ  কবি মনের কথা বলেন-পাখির ও ফুলের কাছে।

২। শূন্যস্থান পূরণ করো:

২.১ —-------------মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।

উত্তরঃ ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।

২.২ ঝিমধরা এই মস্ত বাহক—------------ থরথর।

উত্তরঃ ঝিমধরা এই মস্ত বাহক কাঁপছিল থরথর।

২.৩ পাথরঘাটার—------------- কি লাল পাথরের ঢেউ?

উত্তরঃ পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ।

২.৪ পাহাড়টাকে হাত বুলিয়ে—------------- পার।

উত্তরঃপাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘিটার পার।

২.৫ আমরা সবাই—-------------- দল।

উত্তরঃ আমরা সবাই না ঘুমানোর দল।

৩। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

৩.১. আল মাহমুদ-এর জন্ম কোথায়?

উত্তরঃ আল মাহমুদ-এর জন্ম বাংলাদেশের কুমিল্লায়।

৩.২. তিনি কোন্ কাগজের সম্পাদক ছিলেন?

উত্তরঃ তিনি 'দৈনিক গণকণ্ঠ' কাগজের সম্পাদক ছিলেন।

৩.৩. তাঁর দুটি উল্লেখযোগ্য কবিতার বই-এর নাম কী?

উত্তরঃতাঁর দুটি উল্লেখযোগ্য কবিতার বই-এর নাম 'লোক-লোকান্তর', 'সোনালি কাবিন'।

৩.৪. তিনি কী পুরস্কার পেয়েছেন?

উত্তরঃ তিনি বাংলা আকাডেমি পুরস্কার পেয়েছেন।

৩.৫. মিনার দেখে কবির কী মনে হয়েছিল?

উত্তরঃ মিনার দেখে কবির মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে।

৩.৬. কোন্টাকে কবি ঢেউ বলে মনে করেছিলেন?

উত্তরঃপাথরঘাটার গির্জেটাকে কবি ঢেউ বলে মনে করেছিলেন।

৩.৭. জোনাকিদের দরবার কোথায় বসেছিল?

উত্তরঃলালদিঘির পাড়ে জোনাকিদের দরবার বসেছিল।

৩.৮. কবি কাদের কাছে মনের কথা বললেন?

উত্তরঃ কবি পাখির কাছে, ফুলের কাছে মনের কথা বললেন।

৩.৯. ছড়ার বই কোথায় ছিল?

উত্তরঃ কবির পকেটে ছড়ার বই ছিল।

৩.১০. দরগাতলা পার হয়ে কবি কোন্ দিকে ফিরেছিলেন?

উত্তরঃদরগাতলা পার হয়ে কবি বামদিকে ফিরেছিলেন।

৪। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

৪.১কবি চাঁদটাকে কোথায় উঠতে দেখেছিলেন? সেই চাঁদ কেমন দেখতে ছিল?

উত্তরঃকবি পকেট থেকে ছড়ার বই খুলে ফুল পাখির কাছে নিজের মনের ভাব ব্যক্ত করেছিল।

উত্তরঃ কবি চাঁদকে নারকোল গাছের মাথায় উঠতে দেখেছিলেন। চাঁদটা দেখতে ছিল ঠান্ডা ও গোলগাল।

৪.২ কবিকে কে, কোন্ দিক থেকে ডেকেছিল?

উত্তরঃ কবি দরগাতলা পার হয়ে বামদিকে ফিরতেই এক উটকো পাহাড় "আয় আয়” বলে ডাক দিয়েছিল।

৪.৩ কারা, কার কথায় কী বলে হেসে উঠেছিল?

উত্তরঃ দিঘির কালো জলের কথায় ফুল পাখিরা হেসে উঠেছিল। তারা 'কাব্য হবে কাব্য হবে' বলে চিৎকার করেছিল।

 

Editing By:- Lipi Medhi