৩০। 

জাদুকাহিনি

    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF

দু-এক কথায় উত্তর দাও:

১. ডেভিড ডেভান্ট কোথাকার জাদুকর ছিলেন?

উত্তর: ইংল্যান্ডের জাদুকর ছিলেন।

২. ডেভিড ডেভান্টের কাছে কত পয়সা ছিল?

উত্তর: ডেভিড ডেভান্টের কাছে ছয় শিলিং ছিল।

৩. হাওয়া থেকে 'টাকা ধরা' খেলার নাম কী?

উত্তর: হাওয়া থেকে টাকা ধরার খেলার নাম 'কৃপণের স্বপ্ন'।

৪. লেখক কোন স্কুলে পড়তেন?

উত্তর: লেখক কলেজিয়েট স্কুলে পড়তেন।

৫. কলেজিয়েট স্কুলে কে জাদুখেলা দেখিয়েছিল?

উত্তর: চাঁদ মিয়া নামে একজন জাদুকর সেখানে খেলা দেখিয়েছিল। 

৬. খেলা দেখিয়ে সে কত টাকা পেয়েছিল?  

উত্তর: খেলা দেখিয়ে সে দশ টাকা পেয়েছিল।

৭. ডেভিড কোথা দিয়ে হাঁটছিলেন?

উত্তর: অজিতকৃয় বসু প্রণীত 'জাদু কাহিনি' নামাঙ্কিত গল্পে ডেভিড একটি জনবিরল পথ দিয়ে হাঁটছিলেন।

৮. একটি লোক পথ আটকে ডেভান্টকে কী বলেছিল?

উত্তর: অজিতকৃয় বসু প্রণীত 'জাদু কাহিনি' নামাঙ্কিত গল্পে একটি লোক পথ আটকে ডেভান্টকে বলেছিল তার টুপিটি শিলিং দিয়ে ভরে দিতে হবে।

৯. চাঁদ মিয়াকে দেখে লেখকের খটকা লেগেছিল কেন?

উত্তর: অজিতকৃয় বসু প্রণীত 'জাদু কাহিনি' নামাঙ্কিত গল্পে চাঁদ মিয়া একজন জাদুকর। তিনি সহজেই হাওয়া থেকে টাকা ধরে আনতেন। অথচ দশটি টাকা স্কুল থেকে পেয়ে অত্যন্ত প্রীত হয়েছিল। তাই লেখকের এই জাদুকর সম্পর্কে খটকা লেগেছিল।

১০. হাওয়াই টাঁকশাল কী?

উত্তর: অজিতকৃয় বসু প্রণীত 'জাদু কাহিনি' নামাঙ্কিত গল্পে দেখা যায় হাওয়া থেকে উৎপন্ন টাকা পাওয়ার পদ্ধতি হল হাওয়াই টাঁকশাল।

১১. চাঁদ মিয়া কোথায় খেলা দেখিয়েছিলেন?

উত্তর: অজিতকৃয় বসু প্রণীত 'জাদু কাহিনি' নামাঙ্কিত গল্পে চাঁদ মিয়া ঢাকা কলেজিয়েট স্কুলের বড়ো হলে খেলা দেখিয়েছিলেন।





উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।

Editing By:- Lipi Medhi