Chapter 3 -

The Little Girl

Word and Meaning 

1. Given below are some emotions that kezia felt. Match the emotions In column A with the items in column B.

কেজিয়ার কিছু অনুভূতি নিচে দেওয়া হল। এবার "ক" অংশের অনুভূতিগুলিকে "খ" অংশের সাথে মিলিয়ে নাও। 

      A                     B

1. Fear or terror জয় বা আতংক

2. Glad sense of relif  স্বস্তি বোধ করছি

3. A “funny felling, perhaps of understanding    

 (iv) Speaking to father (তার বাবার সাথে কথা বলার সময়)

(iii) Father comes home ( যখন আমার বাবা বাড়ি এলেন)

(v) going to bed when alone at home (ঘরে কেউ না থাকলে বিছানায় একা ঘুমানো। )

(vii) Father stretched out on the safa, snoring (যখন তার বাবা সোফায় বসে রেগে যান )

(i) father comes into her room to give her a goodbye kiss  (যখন তার বাবা সোফায় বসে রেগে যান)

(ii) Noise of the carriage grows fainter

(vi) Father comforts her and falls asleep. (তার বাবা তাকে ভালোবাসতেন এবং ঘুমিয়ে পড়তেন।)

(ii) Answer the Following question in one as two sentence

(নিচের প্রশ্নগুলোর উত্তর এক বা দুটি বাক্যে দাও)

(i) why was Kezia afraid of her father?

(কেজিয়া তার বাবাকে কেন ভয় পেত?)

Answer: Kezia was afraid of her father because he always gives her terrifying look over his spectacle and extremely strict and commanding by nature.

(কেজিয়া তার বাবাকে ভয় পেত কারণ সে সবসময় তার দিকে রাগান্বিত দৃষ্টিতে দেখত এবং তাকে কঠোরভাবে শাসন করত এবং আদেশমূলক আচরণ করত)

(ii) Who were the people in Kezia family?

(কেজিয়ার পরিবারে কে আছে?)

Answer: Kezia’s family comprised her father, mother and grand-mother and herself.

(কেজিয়ার পরিবারে তার বাবা, মা, দাদী এবং তিনি ছিলেন)

(iii) what was Kezia father’s routine? (কেজিয়ার বাবার ডায়েরি কেমন ছিল?)

(I) Before going in his office?

(অফিসে যাওয়ার আগে সে কী করত?)

(ii) After coming back from his office?

(অফিস থেকে ফিরে তুমি কী করেছিলে?)

(iii) On Sunday?

(রবিবার সে কী করেছিল)

Answer: 

(i) Before going to office ,Kezia’s father would come to Kezia's room and give her a goodbye kiss.


(অফিসে যাওয়ার আগে, তার বাবা কেজিয়ার শোবার ঘরে এসে তাকে চুমু খায়)

(ii)After coming back from his office, he would order his tea to be brought to the drawing room and would ask his mother to get his papers and slippers.

(কেজিয়ার বাবা অফিস থেকে বাড়ি ফিরে চা খেতে বলেন এবং তার মাকে খবরের কাগজ এবং স্যান্ডেল আনতে বলেন।)

(iii) On Sunday ,he would take rest. He would enjoy sound sleep on the sofa.

(রবিবারে সে বিশ্রাম নেয়, এবং সোফায় শুয়ে গভীর ঘুমায়।)

(iv) In what ways did Kezia's grandmother encourage. her to get to know her father better?

(কেজিয়ার দাদী কীভাবে তাকে তার বাবাকে আরও ভালোভাবে জানতে সাহায্য করেছিলেন?)

Answer: Kezia's grandmother sent her to her father’s room to have a nice talk with him. Besides ,she asked her, to make a gift of a pin-cushion on her father’s birthday.

(কেজিয়ার দাদী তাকে তার বাবার সাথে কথা বলার জন্য তার ঘরে পাঠিয়েছিলেন, এবং তার দাদী তাকে তার বাবার জন্মদিনে উপহার হিসেবে কুশুন তৈরি করতে বলেছিলেন।)

4. In what ways did kezia's grandmother encourange her to het to know her father better?

Ans:

(iii)  Discuss these question in class with your teacher of then write down your answers in two or three paragraphs each.

(শিক্ষকের সাথে প্রশ্নগুলি আলোচনা করুন এবং উত্তরগুলি দুই বা তিনটি স্তবকের মধ্যে লিখুন।)

1. Kezia’s efforts to please her father resulted in displeasing him very much. How this happen?

(কেজিয়া যখন তার বাবাকে ভালোবাসার চেষ্টা করেছিল তখন সবকিছু উল্টে গিয়েছিল। এটা কীভাবে হতে পারে?)

Answer: Kezia used to be afraid of her father because of his strict and rude nature. One day grandmother told her to make a pin – cushion to gift him on his birthday which was approaching. Kezia took it an opportunity to please him. So, she stitched cotton cloth three sides and looked for the things that could be stuffed into the stitched cloth. Soon she found out many sheets of paper, Actually they contained her father’s speech for the port Authority. She tore them into pieces and stuffed her case.

One day when her father looked for the papers, he did not find them. After some time, he came to know that Kezia had turn them into picas to make a pin cushion. He get infuriated and beat her with a ruler. Thus, her efforts to father resulted in displeasing him very much.


কেজিয়া তার বাবার শাসনপ্রবণ স্বভাবের কারণে তাকে ভয় পেত। একদিন তার দাদি তাকে নববর্ষের দিন উপহার হিসেবে তার বাবার জন্য একটি কুশন তৈরি করতে বললেন। কেজিয়া এই সুযোগটি কাজে লাগিয়ে তার বাবার স্নেহ উপভোগ করল। সে কুশন তৈরির জন্য সুতির কাপড় সেলাই করত এবং কুশনের ভেতরে পুরাতন কাপড় ভরার জন্য খুঁজছিল। ওই সংবাদপত্রগুলিতে আমার বাবা পোটোঅথরিটির বক্তা ছিলেন। আর নিজের অজান্তেই, সে সেগুলো ছিঁড়ে কুশনের মধ্যে রেখে দিল।

    তারপর একদিন সে খুব রেগে গেল যখন সে জানতে পারল যে তার বাবা কাগজটি খুঁজে পাচ্ছেন না এবং এটি কুশনে রেখে দিয়েছেন। তারপর সে তাকে একটা চড় মারল। এভাবে, কেজিয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল।

2. Kezia decides that there are “different kinds of fathers” . What kind of father was Mr. Macdonald, and how was he different from Kezia’s father?

(কেজিয়ার সিদ্ধান্ত এবং কেজিয়ার বাবার মধ্যে পার্থক্য কী ছিল?)

Answer:- In Kezia’s opinion, her father was very harsh. He did not talk to her affectionately but rather he used to speak to her stringently. So she a vided him and never wanted to be in front of him. She was afraid of him.

Macdonald family lived next door to her house. One evening she saw him playing tag with his children. A baby was on his shoulders and two little girls were hanging on to his coat pockets. They were laughing. Also she saw some boys turn the house on Macdonald and he tried to catch them laughing all the time. She found them feel friendly with father . So, she coursed if her father were like them.

(কেজিয়ার মতে, তার বাবা খুব রাগী ছিলেন এবং তিনি কখনও তার সাথে স্নেহের সাথে কথা বলতেন না বরং অপরিচিতের মতো রাগ করে কথা বলতেন। তাই সে তাকে উপেক্ষা করত এবং কখনও তার সামনে আসতে চাইত না। সে তাকে খুব ভয় পেত।)

        ম্যাকডোনাল্ড পরিবার কেজিয়া পরিবারের পাশেই থাকত। একদিন সে সন্ধ্যায় ম্যাকডোনাল্ডকে তার বাচ্চাদের সাথে খেলতে দেখল। একটি শিশু তার কাঁধে ছিল এবং অন্য দুটি শিশু তার কোটের পকেট থেকে ঝুলছিল। তারা হাসছিল। ম্যাকডোনাল্ডের বাড়ির দিকে কিছু ছেলে হেঁটে আসছিল এবং সে তাদেরও হাসিমুখে ধরার চেষ্টা করছিল। সে অনুভব করেছিল যে তাদের বাবা বন্ধুত্বপূর্ণ ছিলেন। সে চেয়েছিল তার বাবাও এমন হোক।

3. How does Kezia begin to  see her father as a human being who needs her sympathy ?

কেজিয়া কীভাবে তার বাবাকে এমন একজন মানুষ হিসেবে দেখতে পেলেন যার সহানুভূতির প্রয়োজন?

Answer: One night kezia had a nightmare which made her too terrified. She was enjoying out of fear . When she wake up , she found her father beside her bed with a candle in his hand. He asked her what the matter was when he came to know about her nightmare he blew out the candle , bent down and caught up the child in his arms. He carried her to the big bedroom . He laid her on the bed pulled the covers up around her . A part from this he lay down beside her . After some time still half  asleep . she crept close to he snuggled her head under his arm held tightly to his shift . Now she felt comfortable. Her father told her to rub her feet against his legs to get them warm . Now Kezia realized that her father was not as harsh as she thought  . She realized that her father had to work all day long and got so tired that he could  not play with her . She realized that her father wanted her to understand his compulsion. 

        রাতে কেজিয়া একটা স্বপ্ন দেখল যা তাকে ভয় পাইয়ে দিল। ভয় থাকা সত্ত্বেও সে এটা উপভোগ করেছে। কেজিয়া ঘুম থেকে উঠে দেখল তার বাবা তার পাশে মোমবাতি হাতে বসে আছেন। তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারপর সে তার স্বপ্নের কথা জানতে পারল এবং মোমবাতি নিভিয়ে তাকে কোলে নিল। তারপর সে তাকে বড় শোবার ঘরে নিয়ে গেল, বিছানা দিয়ে ঢেকে দিল, এবং তার পাশে শুয়ে পড়ল।

        কিছুক্ষণ পর সে তার বাবার কাছে এসে তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। এইভাবে সে নিরাপদ বোধ করল। তারপর তার বাবা তাকে তার সবুজ পা গরম করার জন্য তার পা দিয়ে ঘষতে বললেন। সে বুঝতে পারল যে তার বাবা এত কঠোর মানুষ নন, তিনি সারাদিন কাজ করে ক্লান্ত ছিলেন এবং তার সাথে খেলার সময় পাননি।