মানবদেহ

[পাঠ্যবই পৃষ্ঠা : 1– 18]



অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Question)


সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. যোদ্ধাদের পোশাক তৈরি করতে আগেকার দিনে বেশি ব্যবহার করা হতো-


(A) গন্ডারের চামড়া

(B) হরিণের চামড়া

(C) ঘোড়ার চামড়া

(D) কুমিরের চামড়া


উত্তর: (A) গন্ডারের চামড়া


2. আগেকার দিনে যোদ্ধাদের ব্যবহৃত পুরু চামড়ার পোশাককে বলা হত-


(A) ছাল

(B) চর্ম

(C) খড়গ

(D) বর্ম

[বিদ্যাসাগর বিদ্যাপীঠ]


উত্তর: (D) বর্ম, 


3. চামড়ার তলায় রয়েছে-


(A) স্নায়ু

(B) মাংসপেশি

(C) হাড়

(D) সবগুলিই


উত্তর: (A) স্নায়ু,


4. ঘামের সঙ্গে যেটা বেরিয়ে যাওয়া খারাপ-


(A) নুন

(B) বর্জ্য

(C) দুটিই

(D) কোনোটিই নয়


উত্তর: (A) নুন,


5. কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন-


(A) নেলসন ম্যান্ডেলা

(B) মহাত্মা গান্ধি

(C) মার্টিন লুথার কিং

(D) এঁরা সবাই


উত্তর: (D) এঁরা সবাই, 


6. নীচের কোন্টি আমাদের শরীরের চামড়ার কোনো অংশ নয়? [কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল]


(A) বহিঃত্বক

(B) অন্তঃত্বক

(C) অধঃত্বক

(D) মাংসপেশি


উত্তর: (D) মাংসপেশি।

 

7. চামড়া থেকে তৈরি হয়-


(A) ব্যাগ

(C) বেল্ট

(B) জুতো

(D) সবগুলিই


উত্তর: (D) সবগুলিই


8. নীচের যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু-


(A) বাঘ

(B) গন্ডার

(C) মোষ

(D) গোরু


উত্তর: (B) গন্ডার


9. শিরাও ধমনিকে বাঁচায়-


(A) ত্বক

(B) মাংসপেশি

(C) নলের

(D) হাড় (ডায়মন্ড হারবার হাইস্কুল)


উত্তর: (C) নলের


10. ছড়ে যাওয়া জায়গায় যেটি চেপে ধরলে কাজ হয়-


(A) বরফ

(B) ক্রিম

(C) ছাই

(D) মাটি


উত্তর: (D) মাটি,


11. চামড়ার কারখানা থেকে ছড়ায়-


(A) বায়ুদূষণ

(B) জলদূষণ

(C) দুটিই

(D) কোনোটিই নয়


উত্তর: (A) বায়ুদূষণ



সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)


দুই তিনটি বাক্যে উত্তর দাও :


1. টীকা লেখো: চামড়া বা ত্বক।


'উত্তর: আমাদের শরীরের মাংসপেশি, হাড়, শিরা, ধমনি ইত্যাদির আবরণকে চামড়া বা ত্বক বলে। এর দুটি অংশ বাইরের স্তর ও ভিতরের স্তর। ত্বক আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।


2. আগেকার দিনে চামড়া দিয়ে মানুষ কী কী করত?


'উত্তর: আগেকার দিনে মানুষ চামড়ার তৈরি জুতো, পোশাক ব্যবহার করত। পশুর চামড়া শুকিয়ে তার উপর লিখত। চামড়ার তৈরি ব্যাগে করে জল নিয়ে যেত।


3. ত্বক বা চামড়াকে কেন বর্ম বলা হয়? [বড়োেজাগুলি গোপাল অ্যাকাডেমি

অথবা, ত্বককে কেন শরীরের বর্ম বলা হয়?


উত্তর: বর্ম যুদ্ধের সময় যোদ্ধাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। একইভাবে মাংসপেশি, শিরা, ধমনি ইত্যাদিকে চামড়া বাইরের চোট, আঘাত, সূর্যের অতিবেগুনি রশ্মি ও রোগজীবাণুর আক্রমণ থেকে বাঁচায়। তাই চামড়াকে বৰ্ম বলে।


4. চামড়ার নীচে কী কী থাকে?


উত্তর: চামড়া বা ত্বকের নীচে থাকে শরীরের সবকিছু- মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনি।


5. গন্ডারের চামড়া পুরু হয়েছে কেন?


উত্তর: গন্ডারের চামড়ার এপিডারমিস স্তরের কোশে


স্কেলেরাইজেশন হওয়ার জন্য গন্ডারের চামড়া পুর হয়েছে। এছাড়া কেরাটিন প্রোটিন ও স্নেহ পদার্থ কোষে জমা হয়ে মোটা হয়েছে।


6. নার্ভ কাকে বলে? এর কাজ কী?


উত্তর: এক প্রকার যোেগ কলার আবরণ দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ুতন্তুগুচ্ছকে নার্ভ বা স্নায়ু বলে। স্নায়বিক উদ্দীপনা পরিবহণ করা, গ্রহণ ও মস্তিষ্কে পাঠানো নার্ভের কাজ।



প্রশ্নমান 1


1. চামড়ার রং কালো কেন হয়?


[মেমারি ভি. এম. ইনস্টিটিউশন।


উত্তর: মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়।


2. চামড়ায় মেলানিন থাকার সুবিধা কী?


[পর্যদ নমুনা, ডায়মন্ড হারবার হাই স্কুল]


উত্তর: চামড়ার মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যানসার আটকায়।


3. চামড়ার মেলানিন ছাড়া অংশের রং কী হয়?


উত্তর: চামড়ার মেলানিন ছাড়া অংশের রং সাদা হয়।


4. কী কী কারণে মেলানিন তৈরি হয় না?


উত্তর: অপুষ্টি বা অসুখে মেলানিন তৈরি হয় না।


5. মেলানিন কেন উপকারী?


উত্তর: মেলানিনকে উপকারী বলার কারণ হল এটি সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যানসারের হাত থেকে আমাদের বাঁচায়।


6. মানুষের চামড়া কখন কুঁচকে যেতে শুরু করে?


উত্তর: বুড়ো হয়ে গেলে মানুষের চামড়া কুঁচকে যেতে শুরু করে।


7. ঘামে কী কী মিশে থাকে?


উত্তর: ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য মিশে থাকে।


৪. বেশি ঘাম হলে কী করা উচিত?

উত্তর: বেশি ঘাম হলে নুন জল পান করা উচিত।

9. আমেরিকাতে কে কালো মানুষদের মর্যাদা আদায়ের জন্য লড়েছিলেন?


উত্তর: আমেরিকাতে কালো মানুষদের মর্যাদা আদায়ের জন্য মার্টিন লুথার কিং লড়েছিলেন।


10. আমাদের মধ্যে কারও গায়ের রং কালো আবার কারো গায়ের রং ফর্সা হয় কেন?


[এ.সি. ইনস্টিটিউশন, মালদা


উত্তর: শরীরে মেলানিন বেশি থাকলে রং কালো ও কম থাকলে রং ফর্সা হয়।


সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)



দুই তিনটি বাক্যে উত্তর দাও :


1. গায়ে রোদ লাগলে ভালো কেন? [পর্ষদ নমুনা]


উত্তর: গায়ে রোদ লাগলে শরীরের পক্ষে প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়। রোদ থেকে শরীরে মেলানিন তৈরি হয়, যা সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে আমাদের ত্বককে ক্যানসারের হাত থেকে বাঁচায়। তাই গায়ে রোদ লাগা ভালো।


2. চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ-ব্যাখ্যা করো। [পর্ষদ নমুনা, গঙ্গারামপুর হাইস্কুল।


উত্তর: মানুষের পরিচয় তার কাজে, স্বভাবে, তার চেহারায় বা চামড়ার রঙে নয়। চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ সমাজে অশান্তি, অস্থিরতা ছাড়া আর কিছুর জন্ম দেয়


না। কালো চামড়ার মানুষ মাত্রই মন্দ, আর সাদা চামড়ার মানুষ মাত্রেই ভালো এই মানসিকতা। তাই এটি অবশ্যই এক ধরনের অপরাধ।


3. সাহেবদের চামড়া বেশি ফরসা হয় কেন?


উত্তর: সাহেবদের চামড়ায় মেলানিন বেশি তৈরি হয় না। তাই তাদের চামড়া বেশি ফরসা হয়।


4. চামড়া ফরসা হওয়া বেশি ভালো না কালো হওয়া বেশি ভালো?


উত্তর: কালো চামড়ায় সাদা চামড়ার চেয়ে বেশি মেলানিন থাকে। আর মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি বেশি পরিমাণে শুষে নেয় বলে ত্বকের ক্যানসারের সম্ভাবনা

কমে যায়। তাই চামড়া কালো হওয়াই বেশি ভালো।



সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)


দুই তিনটি বাক্যে উত্তর দাও :


1. শরীরের সারা অংশে রক্ত যাওয়া প্রয়োজন কেন?


উত্তর:

2. রক্তের কাজ কী কী?[ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইন্সটিটিউশন]


উত্তর:


3. রোগ সারাবার ওষুধ কীভাবে কাজ করে?


উত্তর:

 

4. শিরা ও ধমনির রক্ত কেমন?


উত্তর:


5. রক্ত পরীক্ষার সময় শিরা ও ধমনির মধ্যে কোন্টি থেকে রক্ত নেওয়া হয় ও কেন?


উত্তর:


6. হার্ট সাউন্ড বা হৃদস্পন্দন কাকে বলে?


উত্তর:


ব্যাখ্যামূলক প্রশ্ন (Long Question)


নীচের বিষয়গুলো সম্পর্ক পাঁচ ছয়টি বাক্য লেখো বা বিষয়গুলো ব্যাখ্যা করো: প্রশ্নমান - '3


1. মানুষের হৃৎপিণ্ডের গঠন সংক্ষেপে আলোচনা করো।


উত্তর:


পাঠ্যবইতে দেওয়া প্রশ্নগুলির সমাধান


1. স্টেথোস্কোপ বানিয়ে নানান কাজের পর হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনো। কোন কাজের পর ধুকপুক শব্দের ছন্দ কীরকম হয় তা শুনে লেখো।


উত্তর