অধ্য়ায় - ১১। 

মানবাধিকার ও মূল্যবোধ

    👉Text Books PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User)

শূন্যস্থান পূরণ করো:


1. শিশুর একটি অধিকার হল খাদ্য ও —------------------পাওয়া

 

2. শিশু অবশ্যই নিজেদের নাম ও —--------------------জানবে

 

3. —-------------------শিশুর একটি মৌলিক অধিকার। 

 

4. —-------------------বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার

 

5. ছোটোরাই—------------------- ভরসা


উত্তর: 1.- পানীয় জল। 2. পরিচয়। 3. অবৈতনিক ও বাধ্যতামুলক শিক্ষালাভ। 4. 145. ভবিষ্যতের

একটি বাক্যে উত্তর দাও:

 

1. কী থেকে বিদ্যুৎ তৈরি করা দরকার?

উত্তর: সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা দরকার

 

2. শিশুর প্রাপ্ত শিক্ষা কীরকম হবে?

উত্তর: শিশুর প্রাপ্ত শিক্ষা হবে অবৈতনিক ও বাধ্যতামূলক

 

3. খুব সম্প্রতি শিশুদের কোন্ মৌলিক অধিকার দেয়া হয়েছে?

'উত্তর: খুব সম্প্রতি 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার শিশুদের দেওয়া হয়েছে

 

4. 'আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে'- কবিতাটি কার লেখা?

উত্তর: এই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা

 

5. শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত কেন?

উত্তর: শিশুদের দেশের ভবিষ্যৎরূপে তৈরি করার জন্য ও তাদের চিন্তাভাবনার প্রসারের জন্য তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত

 

ঠিক বাক্যের পাশে'' ও ভুল বাক্যের পাশে'x' চিহ্ন দাও:

 

1. 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। ()

 

2. 5 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। ()

 

3. বয়স্কদের অনেক সময় শোনার ক্ষেত্রে সমস্যা থাকে। ()

 

4. বয়স্করা সবসময় ইচ্ছে করে কাজে ভুল করেন। (x)

 

সঠিক উত্তরটি নির্বাচন করো:

 

1. সুনীতা মাহাতোকে-

 

(A) বাল্যবিবাহ

 

(B) নারীপাচার রোধ

 

(C) কুসংস্কার

 

(D) সেতু তৈরি

 

2. যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিককে আমরা চিনি জয়েন্ট-

 

(A) এডিও

 

(B) বিডিও

 

(C) সিডিও

 

(D) ভিডিও নামে

 

3. মেয়েদের যে বয়সের নীচে বিয়ে হওয়া উচিত নয় তা হল- 

 

(A) 15 বছর

 

(B) 18 বছর

 

(C) 21 বছর

 

(D) 24 বছর

 

4. বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল-

 

(A) রেখা

 

(B) সুনীতা

 

(C) আফসানা

 

(D) এরা সবাই

 

5. প্রতিভা দেবী সিং পাতিল ছিলেন-

 

(A) বাংলার অর্থমন্ত্রী 

 

(B) ভারতের প্রধানমন্ত্রী

 

(C) ভারতের বিদেশমন্ত্রী 

 

(D) ভারতের রাষ্ট্রপতি

 

উত্তর: (1)-(A) বাল্যবিবাহ, (2)- (B) বিডিও, (3)-(B) 18 বছর, (4)-(D) এরা সবাই, (5)-(D) ভারতের রাষ্ট্রপতি

 

একটি বাক্যে উত্তর দাও 

 

1. বিশ্ব বয়স্ক দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়

উত্তর: বিশ্ব বয়স্ক দিবস হিসেবে। অক্টোবর পালিত হয়

 

 2. বয়স্কদের একটি সমস্যার কথা উল্লেখ করো। '

উত্তর: বয়স্কদের হাত কাঁপার সমস্যা দেখা যায়

 

 3. 'বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস' কবে পালিত হয়?

উত্তর: 15 জুন 'বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস' পালিত হয়

 

4. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?

উত্তর: ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

 

5. বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এমন দুজনের নাম লেখো

উত্তর: রেখা কালিন্দী ও আফসানা খাতুন বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে

 

6. প্রথমবার রেখা, আফসানা ও সুনীতা কবে রাষ্ট্রপতি ভবনে শুভেচ্ছা পেয়েছিল?

উত্তর: '2009 সালের 14 মে প্রথমবার রেখা, আফসানা ও সুনীতা রাষ্ট্রপতি ভবনে শুভেচ্ছা পেয়েছিল

 

 7. 2009 2011 সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: 2009 2011 সালে ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা। দেবীসিংহ পাতিল

 

8. 2011 সালের 7 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে রেখা, আফসানা ও সুনীতা ছাড়া আর কারা ডাক পেয়েছিল?

উত্তর: 2011 সালের 7 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে রেখা, আফসানা ও সুনীতা ছাড়া বীণা কালিন্দী, সঙ্গীতা বাউরি ও মুক্তি মাঝি ডাক পায়

 

9. সুনীতা মাহাতোদের গ্রাম কীসের বিরুদ্ধে প্রচার করে?

 উত্তর: সুনীতা মাহাতোদের গ্রাম বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করে

 

10. সুনীতা, সঙ্গীতাদের বাল্যবিবাহ রোধের জন্য কে শুভেচ্ছা জানিয়েছিলেন?

উত্তর: বাল্যবিবাহ রোধের জন্য সুনীতা, সঙ্গীতাদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিংহ পাতিল

 

11. দোকানদারের জালিয়াতি সম্পর্কে কোথায় নালিশ করা যায়?

 

উত্তর: জেলা উপভোক্তা ফোরামে দোকানদারের জালিয়াতি সম্পর্কে নালিশ করা যায়

 

12. প্রেসার কুকারের প্যাকেটে কোন ছাপ দেখে কিনবে?

 

উত্তর: প্রেসার কুকারের প্যাকেটে ISI ছাপ দেখে প্রেসার কুকার কিনব

 

13. F.P.O পুরো কথাটি কী?


উত্তর: FPO পুরো কথাটি হল ফুড প্রোডাক্টস অর্ডার

  


Editing By- Lipi Medhi