ভৌত পরিবেশ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Questions)
সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. নীচের দিকের মাটিতে বেশি থাকে -一
(A) কাদার তাল
(B) পাথরের চাঁই
(C) নুড়ি-কাঁকর
(D) সবগুলিই
উত্তর: (C) নুড়ি-কাঁকর,
2. ওপর দিকের মাটি -
(A) মিহি
(B) মোটা
(C) মাঝারি
(D) গোলাকার
উত্তর: (A)মিহি,
3. মাটির ধরন বেশি ভালো বোঝা যায়
(A) ল্যাম্পপোস্ট
(B) টিউবওয়েল
(C) দোকান
(D) তাঁবু বসানোর সময়
উত্তর: (B) টিউবওয়েল,
4. নীচের দিকের মাটি -
(A) কাঁকুরে
(B) নুড়িভর্তি
(C) দুটোই
(D) মিহি
উত্তর: (C) দুটোই।
5. মাটির সজীব জৈব উপাদান-
(A) কম্পোস্ট সার
(B) কেঁচো ✔
(C) নাইট্রোজেন সার
(D) পেন
6. বালি আর কাদা মিশিয়ে তৈরি হয় -
(A) বেলে মাটি
(B) দোআঁশ মাটি ✔
(C) এঁটেল মাটি
(D) ল্যাটেরাইট মাটি
7. সিমেন্ট তৈরি হয়েছে আজ থেকে-
(A) তিনশো
(B) চারশো
(C) পাঁচশো
(D) দুশো বছর আগে ✔
7. যে মাটি থেকে জল বেশি তাড়াতাড়ি বেরিয়ে যায়-
A) এঁটেল
(C) দোআঁশ
(B) বেলে ✔
(D) পডজল
7. কাদার কণা যে মাটিতে বেশি পাওয়া যায়
(A) বেলে মাটি
(B) এঁটেল মাটি ✔
(C) দোআঁশ মাটি
(D) সবগুলিতেই
8. আগে মানুষ পাকা বাড়ি তৈরি করতে কাদায় মেশাত-
(A) মোটা বালি
(B) মিহি কাঁক
(C) মিহি বালি ✔
(D) মোটা কাঁকর
9. কেঁচো মরে মাটিতে শুকিয়ে গেলে যে রঙের পদার্থ তৈরি হয়-
(A) বাদামি
(C) লাল
(B) কালো ✔
(D) হলুদ
10. 'মাটির অস্বাভাবিক উপাদান- [বেহালা গার্লস হাই স্কুল (উ: মা:)]
(A) গোবর
(B) পেনসিলের শিস ✔
(C) পচা পাতা
(D) সবগুলিই
একটি বাক্যে উত্তর দাও:
1. লেন্সকে বাংলায় কী বলে? (কোটাসুর হাই স্কুল (উ.মা.)
উত্তর: লেন্সকে বাংলায় আতশকাচ বলে।
2. লেন্স আমাদের কী কাজে লাগে? (কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল (উ.মা.)
উত্তর: লেন্স দিয়ে আমরা সূক্ষ্ম জিনিসকে বড়ো আকারে দেখতে পাই।
3. জলে ফেললে ডুবে যায় এমন একটি বস্তুর নাম করো।
উত্তর: ইট জলে ফেললে ডুবে যায়।
4. কিছু মাটি গ্লাসের জলে গুললে জলে কী কী ভাসছে দেখতে পারে?
উত্তর: জলে পাতার গুঁড়ো, ফুলের পাপড়ির টুকরো ভাসছে দেখতে পাব।
5. মাটির দলা জলে ফেললে প্রথমে কী হয়?
উত্তর: মাটির দলা থেকে বুজবুজ করে বাতাস ওঠে।
6. টিউবওয়েল বসাতে গিয়ে মাটি খুঁড়তে গেলে কী কী মাটি উপরে ওঠে?
উত্তর: কাঁকর, বালি ও মিহি মাটি ওঠে।
7. নীচের দিকে মাটির প্রকৃতি কীরকম হয়?
উত্তর: নীচের দিকে মাটি নুড়ি-কাঁকরযুক্ত হয়।
8. গ্লাসের জলে মাটি গুললে কী দেখতে পাও?
উত্তর: মাটির ভারি জিনিসগুলো গ্লাসের তলায় থিতিয়ে পড়বে ও হালকা জিনিসগুলো জলের ওপরে ভাসবে।
9. ওপর দিকের মাটি কীরকম হয়?
উত্তর: ওপর দিকের মাটি মিহি হয়।
10. আমাদের দেশে প্রায় কত বছর আগে সিমেন্ট তৈরি শুরু হয়েছে?
উত্তর: আমাদের দেশে প্রায় একশো কুড়ি বছর আগে সিমেন্ট তৈরি শুরু হয়েছে।
11. মাটি কত প্রকার ও কী কী? (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল (উ.মা.)
উত্তর: মাটি তিন প্রকার বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি।
12. মাটির দুটি সজীব জৈব উপাদানের নাম করো।
উত্তর : মাটির দুটি সজীব জৈব উপাদান হল কেঁচো ও গুবরে পোকা।
13. প্রবেশ্য মাটি কাকে বলে?
উত্তর : যে মাটির মধ্য দিয়ে সহজেই জল নীচের দিকে ঢুকে যেতে পারে তাকে প্রবেশ্য মাটি বলে। উদাহরণ-বেলেমাটি।
14. মাটি করতে উর্বর কী কী সার দেওয়া দরকার? (আনন্দনগর গার্লস হাইস্কুল)
উত্তর: মাটি উর্বর করতে নাইট্রোজেন সার, কম্পোস্ট সার ইত্যাদি দিতে হয়।
15. নীচের দিকের মাটিতে কীসের পরিমাণ বেশি?
উত্তর: নীচের দিকের মাটিতে কাঁকরের পরিমাণ বেশি।
16. আমাদের দেশে প্রায় কত বছর আগে সিমেন্ট তৈরি শুরু হয়েছে?
উত্তর: আমাদের দেশে প্রায় একশো কুড়ি বছর আগে সিমেন্ট উ তৈরি করা শুরু হয়েছে।
17. একটি জৈব সারের নাম লেখো। অথবা, একটি জৈব সারের নাম উল্লেখ করো ।
উত্তর: একটি জৈবসার হল কম্পোস্ট সার।
18. একটি অজৈব সারের নাম লেখো।
উত্তর: একটি অজৈব সার হল ইউরিয়া।
19. কম্পোস্ট কী?
উত্তর: বিভিন্ন জৈব পদার্থ, যেমন-সবজির খোসা, ছাল ইত্যাদি পচিয়ে যে জৈব সার তৈরি হয়, তাকে কম্পোস্ট বলে।
20. মাটির জৈব পদার্থ কাকে বলে?
উত্তর: মাটির যে পদার্থগুলির উৎস কোনো প্রাণী বা উদ্ভিদের দেহ, সেগুলিই হল মাটির জৈব পদার্থ।
21. মাটির একটি মৃত জৈব উপাদানের নাম করো।
উত্তর: মাটির একটি মৃত জৈব উপাদান হল মরা ইঁদুরের দেহ।
22. কোনো পদার্থকে গাছের সার হতে গেলে তার মধ্যে কী কী থাকতে হবে?
উত্তর: কোনো পদার্থকে গাছের সার হলে তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম থাকতে হবে।
23. কারা মাটিতে কম্পোস্ট সার ভাঙে?
উত্তর: মাটিতে কম্পোস্ট সার ভাঙে ছোটো জীব ও জীবাণুরা।
দুই-তিনটি বাক্যে উত্তর দাও :
1. টীকা লেখো: বেলে মাটি।
উত্তর: যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে, তাকে বেলে মাটি বলে। বেলে মাটিতে বড়ো বড়ো বালির কণা দেখা যায়। এই মাটিতে ফুটি, তরমুজ ইত্যাদি চাষ হয়।
2. টীকা লেখো: এঁটেল মাটি।
উত্তর: যে মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে, তাকে এঁটেল মাটি বলে। এই মাটিতে কাদার কণাগুলির ফাঁকে একটু জল ও বাতাস থাকে। এঁটেল মাটিতে ধান চাষ খুব ভালো হয়।
3. টীকা লেখো: দোআঁশ মাটি।
উত্তর: যে মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান হয় তাকে দোআঁশ মাটি বলে। এই মাটিতে কিছুটা জৈব পদার্থও মিশে থাকে। দোআঁশ মাটিতে প্রায় সব রকম ফসল ও শাকসবজি ভালোভাবে চাষ হয়।—
4. মৃত্তিকা কাকে বলে?
উত্তর: মৃত্তিকা বলতে বোঝায়-ভূ-পৃষ্ঠের উপর পড়ে থাকা শিথিল, নিষ্ক্রিয় ও ধূসর বর্ণের স্তর বা নরম আবরণ যা খনিজ পদার্থ, জৈব পদার্থ, জল, বায়ু এবং নানা প্রকার কীটপতঙ্গ ও ব্যাকটেরিয়া দ্বারা গঠিত এবং যা গাছপালাকে ধরে রাখে।
5. উপাদানের উপর ভিত্তি করে মৃত্তিকার শ্রেণিবিভাগ করো।
উত্তর: উপাদানের উপস্থিতি অনুযায়ী মাটিকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়। যথা:-বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি। এছাড়া বিভিন্ন ধরনের মাটির মধ্যে পলিমাটি, নোনামাটি, কাঁকরমাটি, বোদমাটি, চুনামাটি, লালমাটি উল্লেখযোগ্য।
6. মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কী?
উত্তর: আমাদের প্রতিদিনের ব্যবহার করার পর ফেলে দেওয়া বহু জিনিসই মাটির অস্বাভাবিক উপাদানের উৎস। যেমন-পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের পেন, শিশি, বোতল, কাপ, পেনের রিফিল, অ্যালুমিনিয়ামের ফয়েল, ভাঙা কাচ ইত্যাদি।
7. বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা বিভিন্ন কেন? [পর্ষদ নমুনা]
উত্তর:
8. মাটির উপাদানগুলি কী কী? [ কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল (উ. মা.]
উত্তর:
9. মাটির সজীব জৈব উপাদান কী? [ইছাপুর হাইস্কুল (উ. মা.]
উত্তর:
10. লেন্স কী? [পর্ষদ নমুনা লালগোলা এম.এন. অ্যাকাডেমি।
উত্তর:
11. ফিল্টার পেপার কী কাজে লাগে?
উত্তর:
0 Comments