অধ্য়ায়-৮

পরিবেশ ও পরিবহণ 

----------------------------------------------


[MCQs]

    👉Text Books PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User)

1. আগেকার দিনে লোকে দূরে যেত-


(A) গোরুর গাড়ি চেপে

(B) হাতির পিঠে চেপে

(C) হেঁটে

(D) দৌড়ে

উত্তর: -(A) গোরুর গাড়ি চেপে

2. কলকাতায় রিকশা চলতে শুরু করে-

(A) 1700 সাল থেকে

(B) 1800 সাল থেকে

(C) 1900 সাল থেকে

(D) 1950 সাল থেকে

উত্তর: (C) 1900 সাল থেকে

3. মাঠ থেকে ধান তুলে আনতে কাজে লাগে-

(A) গোরুর

(B) হাতির

(C) বাঘের

(D) গাধার গাড়ি

উত্তর: (A) গোরুর

4. আগে বয়স্ক মানুষরা দূরে যেতে হলে সাধারণত চড়তেন-

(A) হাতিতে টানা গাড়ি

(B) ঘোড়ার গাড়ি

(C) গোরুর গাড়ি

(D) উটপাখির গাড়ি

উত্তর: (C) গোরুর গাড়ি

5. আগে রিকশা ছিল-

(A) দুচাকার

(B) তিনচাকার

(C) চার চাকার

(D) ছ-চাকার

উত্তর: (A) দুচাকার


একটি বাক্যে উত্তর দাও:


1. রিকশা কত সালে কলকাতায় আসে?

'উত্তর: রিকশা 1900 সালে কলকাতায় আসে

2. কাঠ দিয়ে তৈরি একটি যানবাহনের নাম করো

উত্তর: কাঠ দিয়ে তৈরি একটি যানবাহন হল পালকি

3. কোন্ গাড়ি আগে মানুষ ও পণ্য পরিবহণে বেশি ব্যবহৃত হত?

উত্তর:গোরুর গাড়ি আগে মানুষ ও পণ্য পরিবহণে বেশি ব্যবহৃত হত

4. কত সাল থেকে কলকাতায় রিকশা করে মানুষ বওয়া শুরু হয়?

উত্তর: 1914 সাল থেকে কলকাতায় রিকশা করে মানুষ কওয়া শুরু হয়

5. গোরুর গাড়িতে করে গ্রামে কী আনা হয়

উত্তর:গোরুর গাড়িতে করে গ্রামে মাঠ থেকে ধান তুলে আনা হয়

6. বাংলায় আগে কোথায় ঘোড়ায় টানা গাড়ি চলত?

উত্তর: বাংলায় কলকাতায় আগে ঘোড়ায় টানা গাড়ি চলত

7. আগে রিকশাকে কী কাজে ব্যবহার করা হত?

উত্তর: মালপত্র বহনের কাজে আগে রিকশাকে ব্যবহার করা হত

৪. কতজন লোক পালকি বইত

উত্তর: চারজন লোক পালকি বইত

9. পাল কী?

উত্তর: কাপড় দিয়ে তৈরি নৌকার যে অংশে বাতাস লাগলে নৌকা জোরে চলে, তাকে পাল বলে

10. দুটি জলযানের নাম লেখো

উত্তর: দুটি জলযান হল- নৌকা ও জাহাজ

11. নৌকার হালের কাজ কী?

উত্তর: নৌকা কোন দিকে যাবে তা ঠিক করা নৌকার হালের কাজ

12. জলে ডুবে থেকে কোন্ যান চলতে পারে?

'উত্তর: ডুবোজাহাজ জলে ডুবে থেকে চলতে পারে

13. পানসি কী?

উত্তর: পানসি হল লম্বাটে, হালকা, পাল খাটানো ডিঙি নৌকার মতো জলযান

দুই তিনটি বাক্যে উত্তর দাও:

1. রিকশা কীভাবে পরিবহণের কাজে লাগে?

উত্তর: 1990 সাল থেকে কলকাতায় দুচাকা ওয়ালা রিকশা ছিল। রিকশা মানুষই টানত। তখন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগত। 1914 সাল থেকে মানুষ নিয়ে যেতে ব্যবহার শুরু হয়

2. পানসির সম্বন্ধে দু-চার কথা লেখো

উত্তর: পানসি লম্বাটে, হালকা ডিঙি নৌকার মতো দেখতে এক প্রকার জলযান। এটি হাওয়া লাগলে খুব জোরে যায় বলে সাবধানে হাল ধরতে হয়

3. হাল কী?

উত্তর: হাল কাঠ দিয়ে তৈরি বেশ লম্বা ও নৌকার ব্যবহৃত এক প্রকার বস্তু অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মত কাজ করে। নৌকা কোনদিকে যাবে হাল তা ঠিক করে দেবে। হাল ঠিক না ধরলে

নৌকা উলটে যাবে। হাল নৌকার পিছনদিকে থাকে। নৌকা, জাহাজ, লঞ্চ, ভুটভুটি প্রভৃতি সব জলযানেই হাল থাকে

4. লঞ্চ ভুটভুটি প্রভৃতি জোরে যায় কীভাবে?

উত্তর: জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমার, ভুটভুটি, জাহাজ প্রভৃতিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। এগুলোতে পাল ও দাঁড় থাকে না। কিন্তু হাল থাকে

5. দাঁড় কী?

উত্তর: কাঠ দিয়ে তৈরি দাঁড়কে নৌকোর দুপাশে বেঁধে রাখা হয়। মাঝি দাঁড় টেনে জলকে পিছিয়ে দিলেই নৌকো এগোতে পারে

শূন্যস্থান পূরণ করো:

1. আগে -----------জল থাকত বেশি

উত্তর: নদীতে

2. পানসি দেখতে----------এর মতো

উত্তর:  ডিঙি নৌকা

3. নৌকায়----------অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো হয়

উত্তর:  হাল

4. নৌকার --------এ হাওয়া লাগে

উত্তর:  পাল

5. জোরে চালানোর জন্য------------এ ডিজেল ইঞ্জিন  লাগানো থাকে

উত্তর:  লঞ্চ

6. খেয়া পারাপারের নৌকা----------টেনে চলে

উত্তর: দাঁড়

  


👉Paid Answer (For Membership User)

Editing By- Lipi Medhi