৯। জনবসতি ও পরিবেশ

জনবসতি ও পরিবেশ


    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF


দুই তিনটি বাক্যে উত্তর দাও:


1. সামাজিক পরিবেশ বলতে কী বোঝো?


'উত্তর: আমরা, আমাদের চারপাশের সকল মানুষজন, তাঁদের কর্ম-আচার আচরণ-বুটি পছন্দ ইত্যাদি সব কিছু মিলিয়ে এক কথায় সামাজিক পরিবেশ বলা হয়। সামাজিক পরিবেশের সুস্থতা মানুষের আচার-ব্যবহার, দৃষ্টিভঙ্গি ইত্যাদির ওপর নির্ভর করে।


2. তোমার জানা দুজন বিখ্যাত মানুষের নাম করো যাঁদে জনসম্পদ বলা যায়।


উত্তর: স্বামী বিবেকানন্দ ও ড. এ. পি. জে. আব্দুল কালামকে জনসম্পদ বলা যায়।


3. আমাদের দেশে এত দূষণের সমস্যা কেন?


উত্তর: আমাদের দেশে এত লোক। তাই এত ভিড়। পথে মানুষ ছাড়াও বাস, লরি, মোটর গাড়ি, মোটর সাইকেল, সাইকেল, রিকসার ভিড় লক্ষ করা যায়। তাই প্রচুর দূষণের সমস্যা সৃষ্টি হয়েছে।


4. 'ছেলে ও মেয়েরা নানা কাজ সমানভাবে করে ও করতে পারে'- উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।


উত্তর। ছেলে ও মেয়েরা পড়াশোনায় যে সমান ভালো সেটা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় বোঝা যায়। এছাড়া ঘরের কাজও দুজনেই করে থাকে। অফিস, স্কুল ইত্যাদি জায়গায়ও উভয়েই কাজ করে এবং সুনামও অর্জন করে।


5. লিঙ্গবৈষম্য কী?


উত্তর: সমাজ ছেলে ও মেয়ে দুজনকে নিয়েই তৈরি। যদি দেখা যায় এর মধ্যে কোনো এক লিঙ্গের মানুষ বেশি সুযোগ পাচ্ছে এবং অন্যজন বঞ্চিত হচ্ছে, তাহলে বলা হবে লিঙ্গবৈষম্য হয়েছে। এটি একটি সামাজিক সমস্যা।


6. তোমার অঞ্চলে লিঙ্গবৈষম্যের কোন কোম্ ঘটনা তুমি দেখেছ উল্লেখ করো।


উত্তর: আমার অঞ্চলের লিঙ্গবৈষম্যের ঘটনাগুলি হল-

(i) পাশের বাড়ির চন্দ্র পরিবারে স্বামী-স্ত্রী কম অন্যায় করলে বাড়ির ছেলেকে মারধোর করেন আর মেয়ে অন্যায় করলে তার পক্ষে হয়ে কথা বলেন।


(ii) হালদার বাড়ির ছেলে কলেজে পড়লেb ও মেয়েকে ক্লাস এইট অবধি পড়িয়ে লোকের বাড়িতে কাজ করানো হচ্ছে।


7. অভিভাষক কাকে বলে?


উত্তর। বিদ্যালয়ের ছাত্র ভরতির খাতায় ভরতির সময় ছাত্রছাত্রীর পিতা, মাতা অথবা নিকট আত্মীয়দের মধ্যে যাঁর নাম লেখা থাকবে তিনিই হবেন ছাত্র, ছাত্রীর স্বীকৃত অভিভাবক।


8.কী উদ্দেশ্যে অভিভাবক সভা ডাকা হয়?


উত্তর: ছাত্রছাত্রীদের পঠন পাঠনের উন্নতি, নানা সমস্যার সমাধান এবং তাদের স্বাস্থ্য ও মানসিক উন্নতি কীভাবে করা যায় তার জন্য অভিভাবক সভা ডাকা হয়। উক্ত সভায় গঠনমূলক আত্ম লোচনার শেষে প্রধান শিক্ষক বা শিক্ষিকা সবার সম্মতি নিয়ে ছাত্রছাত্রী তথা বিদ্যালয়ের উন্নতির জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন।


একটি বাক্যে উত্তর দাও:


1. প্যাপিরাস কী ?


উত্তর: পৃথিবীতে কোথাও কোথাও লেখার জন্য ব্যবহৃত গাছের কান্ডের ছিলাকে প্যাপিরাস বলা হত।


2. পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে?


উত্তর: পেপার শব্দটি 'প্যাপিরাস' শব্দ থেকে এসেছে।


3. তালপাতায় লেখা বইগুলিকে কী বলা হয়?


উত্তর: তালপাতায় লেখা বইগুলিকে পুথি বলা হয়।


4. আগে লোকে কীভাবে বিষয় মনে রাখত?অথবা, পুথি কী? (টাকী হাউস গভঃ এস. এম. স্কুল ফর বয়েজ


উত্তর: আলোচনা করে ও শুনে শুনে লোকে বিষয় মনে রাখত।


5. কোন জিনিসকে প্যাপিরাস বলা হত?


উত্তর: একরকম গাছের কান্ডের ছিলা যাকে শুকিয়ে নিয়ে লেখার কাজে ব্যবহার করা হত, তাকে প্যাপিরাস বলা হত।


দুই তিনটি বাক্যে উত্তর দাও:


1. কীভাবে শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ হবে?


উত্তর: পড়ার বসতে যে কাজগুলির কথা বলা হয়েছে, সেগুলি করতে হবে। করা কাজগুলির সম্পর্কে খাতায় লিখতে হবে। তবেই শিক্ষার সঙ্গে বাস্তবের যোগ তৈরি হবে।


2. যখন বই ছিল না, তখন মানুষ কীভাবে পড়াশোনা করত?


উত্তর: যখন বই ছিল না, তখন মানুষ মুখে মুখে আলোচনা করত। শুনে শুনে মনে রাখত।


3. কাগজে লেখার আগে কীসের উপর লেখা হত?


উত্তর: কাগজ আসার আগে একরকম গাছের কান্ডের ছিলা বা প্যাপিরাস শুকিয়ে তার উপর লেখা হত। আমাদের দেশে তালপাতার উপর লেখা হত।


4. প্রকৃত শিক্ষিত মানুষ কাকে বলে?


উত্তর: শুধুই বই পড়ে নয়, যিনি নানা পদ্ধতিতে শিখেছেন তাঁকে প্রকৃত শিক্ষিত মানুষ বলে। পড়ার সঙ্গে বাস্তবের যোগ হলে শিক্ষা সার্থক হয়।



সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. আয়লা হয়েছিল-


(A) 2004 সালে


(B) 2009 সালে


(C) 2011 সালে


(D) 2003 সালে


2. ঝড়ের ধাক্কা অনেকটা কমিয়ে দেয়-


(A) গাছপালা


(B) কুঁড়েঘর


(C) ধানের গোলা


(D) একতলা বাড়ি


3. ঝড়ের সম্ভাবনা থাকলে সাধারণত যা করা যায় না-


(A) রান্না করা


(B) পড়াশুনা করা


(C) সমুদ্রে মাছ ধরা


(D) সবগুলিই


4. আয়লা একটি-


(A) সমুদ্র


(B) ঘূর্ণিঝড়


(C) পাহাড়


(D) মালভূমি


5. সুনামি হল-


(A) নদীর ঢেউ


(B) হ্রদের ঢেউ


(C) পুকুরের ঢেউ


(D) সামুদ্রিক জলোচ্ছ্বাস


6. 2004 সালের সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল-


(A) পশ্চিমবঙ্গ


(B) মধ্যপ্রদেশ


(C) তামিলনাড়ু


(D) কর্ণাটক


উত্তর: (1)-(B) 2009 সালে, (2)- (A) গাছপালা, (3)-(C) সমুদ্রে মাছ ধরা, (4)-(B) ঘূর্ণিঝাড়, (5)-(D) সামুদ্রিক জলোচ্ছ্বাস, (6)-(C) তামিলনাড়ু।



শূন্যস্থান পূরণ করো:


1. 2009 সালে যে খুব ঝড় হয়েছিল, তার নাম--------------------।


2. 'সুনামি' হল আসলে------------------।


3. সুনামির ফলে দক্ষিণের------------------- প্রচুর ক্ষতি হয়েছিল।


4. তামিলনাড়ুতে 2004 সালের সুনামিতে জল কোথাও------------------- মিটার।


5----------------------এর ধারে জোরে ঝড় আসে।


6. সুন্দরবনে----------------- ঝড় ভীষণ প্রভাব ফেলেছিল।


7. সুনামি সমুদ্রের তলার------------------ ফলে হয়।


৪. একতলা বাড়ির ছাদ প্রায়------------------ মিটার উঁচু।


উত্তর: 1.- আয়লা। 2.- সামুদ্রিক জলোচ্ছ্বাস, 3.- তামিলনাড়ুতে, 4.- তিন, 5.- সমুদ্র, 6.- আয়লা, 7.- ভূমিকম্পের, ৪.- তিন।


একটি বাক্যে উত্তর দাও:


1. একতলা বাড়ির ছাদ কতটা উঁচু হয়?


'উত্তর: একতলা বাড়ির ছাদ তিন মিটার উঁচু হয়।


2. 2004 সালের সুনামি ভারতের কোথায় ভীষণ ক্ষতি করেছিল?


উত্তর: 2004 সালের সুনামি ভারতের তামিলনাডুতে ভীষণ ক্ষতি করেছিল। 


3.আয়লা ঝড়ে আমাদের রাজ্যের কোথায় সর্বাধিক ক্ষতি হয়?


'উত্তর: আয়লা ঝড়ে আমাদের রাজ্যের সুন্দরবনে সর্বাধিক ক্ষতি হয়।


 4. তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো।


উত্তর: তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হল- সুনামি, হড়পা বান ও ভূমিকম্প।


5. আয়লা কী?


 উত্তর: আয়লা হল 2009 সলে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়।


6. সুনামি কী?


উত্তর: সমুদ্রের তলায় ভূমিকম্পের কারণে যে বিশাল বিশাল ঢেউ তৈরি হয়, তাকে সুনামি বলে।



সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. যেখানে ভূমিকম্প হয় সেখানে লোকেরা বসবাস করে-


(A) কাঠের বাড়িতে


(B) মাটির বাড়িতে


(C) পাকা বাড়িতে


(D) ফুলের বাড়িতে


2. নদীর গতিপথ ভরাট হয়ে যে বন্যার সৃষ্টি করে তা হল-


(A) হড়পা বান


(B) সুনামি


(C) আয়লা


(D) ঘূর্ণিঝড়


3. ভূমিকম্প হল-


(A) জল কাঁপা


(B) মাটি কাঁপা


(C) গাছ কাঁপা


(D) আকাশ কাঁপা


4. ভূমিকম্পে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়-


(A) কাচের বাড়ি


(B) কাঠের বাড়ি


(C) ইটের বাড়ি


(D) কোনোটিই নয়


5. হড়পা বান বেশি দেখা যায়-


(A) পার্বত্য


(B) রবু


(C) সমভূমি


(D) মালভূমি অঞ্চলে


6. ভারতের হড়পা বান কবলিত রাজ্য হল-


(A) মেঘালয়


(C) উত্তরাখণ্ড


(B) পশ্চিমবঙ্গ


(D) সবগুলিই


7. বাঁধ দেওয়া যেটির সঙ্গে যুক্ত-


(A) বান ডাকা


(C) আয়লা


(B) শিলাবৃষ্টি


(D) সুনামি


উত্তর: (1)-(A) কাঠের বাড়িতে, (2)- (A) হড়পা বান, (3)-(B) মাটি কাঁপা, (4)-(B) কাঠের বাড়ি, (5)-(A) পার্বত্য, (6)-(D) সবগুলিই, (7)-(B) শিলাবৃষ্টি।


একটি বাক্যে উত্তর দাও:


1. কোন প্রাকৃতিক দুর্যোগকে বন্ধ করা যায় না?


' উত্তর: ভূমিকম্পকে বন্ধ করা যায় না।


2. কীরকম অঞ্চলে হঠাৎ বন্যা হয়?


'উত্তর: পাহাড়ি অঞ্চলে হঠাৎ বন্যা হয়। 


3. পশ্চিমবঙ্গের কোথায় হড়পা বান হয়?


উত্তর: পশ্চিমবঙ্গের পুরুলিয়া, জলপাইগুড়িতে হড়পা বান হয়।


4. ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাড়িগুলি সাধারণত কীসের তৈরি হয়?


উত্তর: ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাড়িগুলি সাধারণত কাঠের তৈরি হয়।


 5. নদীতে বেশি জল কেন আসে?


উত্তর। হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে বেশি জল আসে।


6. হড়পা বান গত কয়েক বছরের মধ্যে কোন্ কোন্ জায়গাতে হয়েছে?


উত্তর: গত কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মেঘালয় রাজ্যে হড়পা বান হয়েছে।


দুই তিনটি বাক্যে উত্তর দাও:


1. ভূমিকম্পের ফলে কী কী সমস্যা হতে পারে? পর্বদি নমুনা


উত্তর: ভূমিকম্পের ফলে-


(i) রাস্তাঘাট, রেললাইন নষ্ট হয়ে যায় বলে যোগাযোগ ব্যবস্থা ভেড়ে পড়ে।


(ii) অনেক মানুষ ও জীবজন্তু মারা পড়ে।


(ii) বাড়িঘর চাষের খেত নষ্ট হয় বলে মানুষের থাকবার ও বুজি রোজগারের জায়গা নষ্ট হয়।


2. সুনামির কারণ কী?


উত্তর: সমুদ্রের তলার ভূভাগে কোনো আলোড়ন হলে তার প্রভাবে সুনামি বা বিধ্বংসী সামুদ্রিক ঢেউ ওঠে। দুটি ভূগর্ভস্থ পাতের সংঘর্ষ।


3. টাকা লেখো: হড়পা বান।(উঃমা অথবা, হড়পা বান কাকে বলে?


উত্তর: নদী নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেলে বৃষ্টির ফলে বেশি জল নদী দিয়ে বয়ে যেতে পারে না। এর ফলে যে বন্যা হয়, তাকে হড়পা বান বলে। ভারতের উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গে, মেঘালয় প্রভৃতি রাজ্যের পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে হড়পা বান হয়ে থাকে।


4.হড়পা বানের ফলে কী কী সমস্যা হয়?


উত্তর: হড়পা বানের ফলে পাহাড়ি অঞ্চলে-


(i) রাস্তাঘাট, ঘরবাড়ি ভেসে যায়।


(i) চাষের খেত নষ্ট হয়।


(i) বহু মানুষ ও জন্তু জানোয়ার মারা পড়ে।


(i) ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় চলে যাওয়া উচিত।



ঠিক বাক্যের পাশে''ও ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও:


1. চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব আছে।(X)


2. পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব প্রায় চার লক্ষ কিমি।(✓)


3. ঝড়-বৃষ্টির পূর্বাভাস একদমই দেওয়া যায় না।(x)


4. আইজাক নিউটন আজ থেকে হাজার বছর আগে টেলিস্কোপ তৈরি করেছিলেন। (x)


5. সূর্য পৃথিবী থেকে আট লক্ষ কিমি দূরে অবস্থিত।(x)


শূন্যস্থান পূরণ করো:


1.  আবহাওয়ার পূর্বাভাস —------------------এ দেওয়া হয়।


2. পরিবেশ দুষণের ফলে —---------------ধরন বদলাচ্ছে। 


 3. গ্যালিলিয়ো —-----------------প্রায় বছর আগে টেলিস্কোপ তৈরি করেন।


4. —---------------বিজ্ঞানে ঝড়-বৃষ্টি হওয়ার গতি নিয়ে চর্চা করা হয়।


5. —---------------এর উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই।


উত্তর: 1.- ইন্টারনেট। 2.- বৃষ্টির, 3.- পাঁচশো, 4.- আবহাওয়া,5.- সূর্য।


একটি বাক্যে উত্তর দাও:


1. গ্যালিলিয়ো গ্যালিলির তৈরি কোন জিনিস দিয়ে মহাকাশে দেখা যায়? 


উত্তর: দূরবীন দিয়ে মহাকাশ দেখা যায়।


2. কত বছর আগে টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে?


উত্তর: প্রায় পাঁচশো বছর আগে টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছে।


 3. আবহাওয়ার পূর্বাভাস কথাটির অর্থ কী?


উত্তর: বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, মেঘ বৃষ্টির অবস্থা ইয়ান গতি ইত্যাদি নিয়ে আগাম খবর দেওয়াকে বলে আবহাওয়ার পূর্বাভাস।


4. টেলিস্কোপ কে আবিষ্কার করেন?


উত্তর: টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি।


5. নদীতে বেশি জল কেন আসে?


উত্তর: হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে বেশি জল আসে।


6. কোন্ প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে আন্দাজ করা যায়।


উত্তর: সুনামি আগে থেকে আন্দাজ করা যায়।


 7. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?


উত্তর: সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি।


৪. টেলিস্কোপ আবিষ্কারের ফলে কীসের উন্নতি হয়েছে।


উত্তর: টেলিস্কোপ আবিষ্কারের ফলে আকাশ দেখার উন্নতি হয়েছে


9. পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে গারা যায়?


উত্তর: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভা পাওয়া যায়।


আলিপুর আবহাওয়া দপ্তর ছাড়া দিল্লির মৌসম ভবন' ও ভারতের বিভিন্ন জায়গার আবহাওয়ার পূর্বাভাস দেয়।


দুই তিনটি বাক্যে উত্তর দাও:


1. 'আবহাওয়ার পূর্বাভাস' কাকে বলে।


উত্তর: কম্পিউটারে পাওয়া বিভিন্ন ছবি এবং গবেষণার মাধ্যমে দিনের বিভিন্ন সময়ের ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা-গরম, হাওয়ার গতি ইত্যাদি সম্বন্ধে আগে থেকে জানানো যায়। এই কাজটি হল আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়া বিজ্ঞানীরা এই কাজ করে থাকেন।


2. আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি আগে দেওয়া যায় না কেন? 


উত্তর: পরিবেশ দূষণের ফলে আবহাওয়া ও বৃষ্টির ধরন বদলে যাচ্ছে। আর আবহাওয়ার পূর্বাভাস বিষয়ের গবেষণার বিষয় অনেক ব্যাপক ও জটিল। গবেষণাও খুব নিখুঁত হয় নি। তাই আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি আগে ও পুরো সঠিকভাবে দেওয়া যায় না।


3 পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন কেন বদলায় না?


উত্তর: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিমি। চাঁদের দূরত্ব প্রায় চার লক্ষ কিমি। এত দূরে পৃথিবীর পরিবেশের প্রভাব পড়ে না। তাই পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের দিন বদলায় না।