পরিবেশ ও সম্পদ
[ পাঠ্যবই পৃ: ৮৪-৯৭]
👉Text Books PDF
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User)
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Questions)
1. তোমার কাছাকাছি অঞ্চলে কোন্ উৎসব হয়?
উত্তর: আমার
কাছাকাছি অঞ্চলে 'গণেশ পুজো' উৎসব হয়।
2. মাতঙ্গিনীকে 'গান্ধিবুড়ি'
বলা হত কেন? (বার্লো গার্লস
হাইস্কুল)
উত্তর: গান্ধিজির মতোই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম
করেছিলেন বলে মাতঙ্গিনীকে 'গান্ধিবুড়ি' বলা হত।
3. একজন মহিলা বিপ্লবীর নাম লেখো। (বসিরহাট
পি.সি.এস. হাই স্কুল)
উত্তর: কল্পনা দত্ত হলেন একজন মহিলা বিপ্লবী।
4. সুভাষচন্দ্র বসুকে আমরা কী নামে চিনি?
উত্তর: সুভাষচন্দ্র বসুকে আমরা নেতাজি নামে চিনি।
5. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন্ বইটি
আমরা সবাই পড়েছি?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা 'বর্ণপরিচয়'
বইটি আমরা সবাই পড়েছি।
6. 'বেত মেরে তুই মা ভোলাবি'-এখানে 'মা' কে?
উত্তর: এখানে
মা হল দেশ।
7. 'গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো'-এটি কার কথা?
উত্তর: এটি স্বামী বিবেকানন্দের কথা।
8. বেগম রোকেয়া কেন বিখ্যাত?
উত্তর: বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর চেষ্টা করেছিলেন বলে
বিখ্যাত।
9. সাধারণ মানুষকে একজোট করে হিংসা না করে কে
ইংরেজদের বিরোধিতা করেছিলেন?
উত্তর: সাধারণ মানুষকে একজোট করে হিংসা না করে মহাত্মা গান্ধি
ইংরেজদের বিরোধিতা করেছিলেন।
10. কোন্ বিপ্লবী ছাত্রছাত্রীদের দেশের কথা
বলতেন?
উত্তর: সূর্য সেন ছাত্রছাত্রীদের দেশের কথা বলতেন।
11. দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদ হয়েছেন
এমন একজন মানুষের নাম করো।
উত্তর: দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদ হয়েছেন ভগৎ সিংহ।
12. স্বাধীনতা সংগ্রামে শহিদ একজন নারীর নাম
করো।
উত্তর: স্বাধীনতা সংগ্রামে শহিদ একজন নারী হলেন প্রীতিলতা
ওয়াদ্দেদার ।
13. ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী?
[ফালাকাটা হাইস্কুল (উঃমা:)]
উত্তর: ভগিনী নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোব্ল।
14. বাংলার এক মহান শিক্ষক-বিজ্ঞানীর নাম করো।
উত্তর: বাংলার এক মহান শিক্ষক-বিজ্ঞানী হলেন আচার্য
প্রফুল্লচন্দ্র রায়।
14. মহাত্মা গান্ধির পুরো নাম কী?
উত্তর: মহাত্মা গান্ধির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধি।
15. হাতে কলমে শিক্ষার কথা কোন্ মনীষী
বলেছিলেন? [হাওড়া বিবেকান্দ ইনস্টিটিউশন।
উত্তর: স্বামী বিবেকানন্দ হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন।
15. 'আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: এই প্রতিষ্ঠানটি বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন।
16. 'জ্ঞানযোগ' কার
রচনা? [হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন]।
উত্তর: জ্ঞানযোগ স্বামী বিবেকানন্দের রচনা।
17. দুর্গেশনন্দিনী উপন্যাসটি কার রচনা?
[বাঁকুড়াজেলা প্রাইমারি স্কুল]।
উত্তর: দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
18. দুজন ভারতীয় বিজ্ঞানীর নাম লেখো।
[পাঁশকুড়া গার্লস হাইস্কুল (উ: মা:)]
উত্তর: দুজন
ভারতীয় বিজ্ঞানী হলেন মেঘনাদ সাহা ও আচার্য জগদীশচন্দ বস।
19. একটি মানবীয় সম্পদের উদাহরণ দাও।
উত্তর: বুদ্ধি হল একপ্রকার মানবীয় সম্পদ।
20. কীসের আবিষ্কারের ফলে মানুষ মাংস পুড়িয়ে
খেতে শিখল?
উত্তর: আগুন আবিষ্কারের ফলে মানুষ মাংস পুড়িয়ে খেতে শিখল।
সংক্ষিপ্ত প্রশ্ন (Short
Questions)
দুই তিনটি বাক্যে উত্তর
দাও :
1. প্রাকৃতিক
সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে তা দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
[পর্ষদ নমুনা]
উত্তর: প্রাকৃতিক সম্পদকে মানুষ বিভিন্ন সম্পদ তৈরিতে কাজে লাগায়।
যেমন-কাঠ থেকে চেয়ার তৈরি করে। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করে।
2. পারিবারিক সম্পদ বলতে কী বোঝ?
উত্তর: যেসব সম্পদ আমরা আমাদের পরিবারের মানুষজনের যেমন-বাবা, মা, দাদু-দিদা-এঁদের কাছ থেকে পেয়ে থাকি, সেগুলিই
পারিবারিক সম্পদ। যেমন-ঠাকুমার কাছ থেকে নকশাকাটা কাঁথা তৈরি করা শেখা।
3. হারুন মিঞা কীভাবে শ্যামলের পায়ের চিকিৎসা
করেছিল? [রামপুরহাট জে. এল. বিদ্যাভবন]।
উত্তর: হারুন মিঞা দুরকম পাতা এনে কাটা জায়গায় লাগিয়েছিল কিছুটা
ছেঁচা পাতা দিয়ে আঙুলটা মুড়ে দিল। আর একটা সাদা কাপড় দিয়ে আঙুল বেঁধে দিয়েছিল।
4. প্রাকৃতিক সম্পদ ও পারিবারিক সম্পদের
মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর: প্রাকৃতিক ও পারিবারিক সম্পর্কের পার্থক্য
প্রাকৃতিক সম্পদ
i . এই সম্পদ প্রকৃতিথেকে জোগাড় করতে হয়।
ii. প্রাকৃতিক সম্পদের উদাহরণ গাছের ফল, লতাপাতা, ফুল, মধু ইত্যাদি।
পারিবারিক সম্পদ
i. এই সম্পদ আমরা আমাদের পরিবারের মানুষের থেকে পেয়ে থাকি।
ii. পারিবারিক সম্পদের উদাহরণ-মায়ের কাছ থেকে সেলাই শেখা, দিদার কাছ থেকে বড়ি দেওয়ার কৌশল আয়ত্ত করা ইত্যাদি।
5. টীকা লেখো: ডিরোজিও।
উত্তর: হেনরি
লুই ভিভিয়ান ডিরোজিও (জীবনকাল 1809- 1839 খ্রি.) ভারতের বুকে আধুনিক
চিন্তাধারা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। হিন্দু কলেজের এই
অধ্যাপক তাঁর শিক্ষার্থীদের মধ্যে যুক্তিভিত্তি ক চিন্তাধারা ছড়িয়ে দিয়েছিলেন।
তাঁর প্রিয় ছাত্রদের নিয়ে গঠন করেন 'অ্যাকাডেমিক
অ্যাসোসিয়েশন', যেখানে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিভিত্তিক তর্ক
বিতর্ক হত।
6. টীকা লেখো: রাজা রামমোহন রায়।
উত্তর: রাজা রামমোহন রায় (জীবনকাল 1772-1833 খ্রি.) সমাজে প্রচলিত
কুসংস্কারগুলির বিরুদ্ধে লড়াই করেছিলেন। 1829 সালে তাঁর
চেষ্টাকে সম্মান জানিয়ে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয়। বিদেশি ও দেশি ধ্যানধারণার
মিশেলে তিনি নতুন ভারত গড়ে তুলতে চেয়েছিলেন। 'সম্বাদ কৌমুদি'
নামে একটি খবরের কাগজও তিনি প্রকাশ করেছিলেন।
7. টীকা লেখো: স্বামী বিবেকানন্দ।
উত্তর: স্বামী বিবেকানন্দ (জীবনকাল 1863-1902 খ্রি.)
মানুষের সেবার মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার আদর্শের কথা প্রচার করেছিলেন। তাঁর আসল নাম
নরেন্দ্রনাথ দত্ত। শ্রীরামকৃষ্ণের এই শিষ্য 1893 সালে
আমেরিকার শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দুধর্মের শ্রেষ্ঠত্বের কথা প্রচার
করেন। তাঁর লেখা বইগুলির মধ্যে স্বামী বিবেকানন্দ 'বর্তমান
ভারত', 'পরিব্রাজক' প্রভৃতি।
8. ভগিনী নিবেদিতা সম্পর্কে দু-চার কথা লেখো।
উত্তর: ভগিনী নিবেদিতার (জীবনকাল 1867-1911 খ্রি.) আসল নাম মার্গারেট
এলিজাবেথ নোব্ল। স্বামীজির ডাকে তিনি ভারতে এসে এদেশের দুর্দশা দূর করার জন্য
নারীশিক্ষার প্রসার ঘটান। তিনি কলকাতায় একবার প্লেগ হলে প্লেগরোগীদের সেবা করেন ও
অনেককে সুস্থ করে তোলেন। এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনেও যোগ দেন।
9. বেগম রোকেয়ার কৃতিত্ব সংক্ষেপে উল্লেখ করো।
উত্তর: বেগম রোকেয়া (জীবনকাল 1880-1932 খ্রি.)
নিজে কষ্ট করে পড়াশোনা করেন এবং মেয়েদের উন্নতি করতে চেষ্টা করেন। 1911 সালে কলকাতায় তিনি 'শাখাওয়াত মেমোরিয়াল স্কুল'
নামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মুসলিম মহিলাদের অধিকার
রক্ষার্থে 'আঞ্জুমান-ই খাওয়াতিন-ইসলাম' নামে প্রতিষ্ঠানও তিনি গড়ে তুলেছিলেন।
10. ভারতের স্বাধীনতায় গান্ধিজির দুটি অবদান
উল্লেখ করো।
উত্তর : ভারতের স্বাধীনতা আন্দোলনে মোহনদাস করমচাঁদ
গান্ধিকে ছাড়া সম্পূর্ণ নয়। তিনি-
(i) 1920 সালে 'অহিংস
অসহযোগ আন্দোলন' শুরু করেছিলেন।
(ii) 1942 সালে ‘ভারত ছারো আন্দোলন’ নেতৃত্ব দেন ।
11. কাজী নজরুল ইসলাম সম্বন্ধে অল্প কথায়
লেখো।
উত্তর: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (জীবনকাল 1898- 1976 খ্রি.)
তাঁর কলমের মাধ্যমে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নজরুলের সম্পাদিত 'ধূমকেতু' পত্রিকা ইংরেজ শাসনের আসল রূপ তুলে ধরায়
তাঁকে জেল খাটতে হয়। তাঁর লেখা 'অগ্নিবীণা', 'বিষের বাঁশি' কাজী নজরুল ইসলাম ইত্যাদি
কাব্যগ্রন্থ আমাদের অমূল্য সম্পদ। তাঁর লেখা গান বা নজরুল গীতি আজও আমরা গেয়ে থাকি।
12. বিনয়-বাদল-দীনেশ কেন বিখ্যাত?
[বেহালা গার্লস হাই স্কুল (উ. মা.)]
উত্তর: বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত এই তিনজন বিপ্লবী
1930 সালের ৪ ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং-এ সিম্পসন
বলে এক অত্যাচারী অফিসারকে গুলি করে মারেন। অন্যান্য ইংরেজদের সঙ্গে বেশ কিছুক্ষণ
গুলির লড়াইও চালান তাঁরা। স্বাধীনতা সংগ্রামে এই আত্ম ত্মবলিদান তাঁদের বিখ্যাত
করেছে।
13. প্রীতিলতা ওয়াদ্দেদারকে আমরা কেন মনে
রাখব?
উত্তর: ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করে প্রীতিলতা ওয়াদ্দেদার
(জীবনকাল 1911-1932
খ্রি.) ইংরেজদের অত্যাচারের বিরোধিতা করেন। 1932 সালের 23 সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলির নাইট
ক্লাব আক্রমণ করে কয়েকজন সাহেবকে মেরে তিনি আত্মহত্যা করেন। স্বাধীনতা সংগ্রামে
পুরুষদের পাশাপাশি নারীদের অবদানও যে কম ছিল না-সেটা বোঝার জন্যই আমরা তাঁকে মনে
রাখব।
Editing By:- Lipi Medhi