পরিবেশ ও বনভূমি
 


    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF


সঠিক উত্তরটি নির্বাচন করো:

1. বনে থাকা চাপ ও চিলোনি, লালি হল কয়েক রকমের-

(A) পশু

(B) গাছ

(C) পাখি

(d) মৌমাছি

2. রডোডেনড্রন হল-

(A) পাহাড়ি গাছ

(B) সমতলের গাছ

(C) সমুদ্রের গাছ

(d) সবগুলিই

3. কুমির, কামট দেখা যায়-

(A) সুন্দরবনে

(B) ডুয়ার্সে

(C) মালদায়

(d) বহরমপুরে

4. একটি লতানো গাছ-     

(A) শাঁকালু

(B) হরিতকী

(C) সুন্দরী

(D) সবগুলিই

5. পাহাড়ি বনের গাছ হল-        

(A) ডালিয়া

(B) গাঁদা

(C) চন্দ্রমল্লিকা

(D) পাইন

6. বনে যার ঝোপ দেখা যায়-

(A) বট

(B) আম

(C) ফার্ন

(D) অশ্বত্থ


7. মানুষের খেতের ফসল তছনছ করে-

(A) হাতি

(B) বুনো শুয়োর

(C) দুটিই

(D) কোনোটিই নয়

8. লোকালয়ের মধ্যেই যেসব ছোটো বন তৈরি হয়, সেগুলোকে বলে-

(A) সমাজভিত্তিক বন

(B) সুন্দরবন

(C) সাহেব জেনের বন

(D) কোনোটিই নয়

9. গাছের পাতা আমাদের-

(A) অক্সিজেন

(B) কার্বন ডাই অক্সাইড

(C) নাইট্রোজেন

(D) হাইড্রোজেন সরবরাহ করে


10. আগে গুরুত্ব বেশি ছিল-     

(A) হাতি-বনের

(B) চিতা-বনের

(C) বাঘ-বনের

(D) সবগুলোর


উত্তর: 1.(B) গাছ, 2. (A) পাহাড়ি গাছ, 3. (A) সুন্দরবনে 4. (A) শাঁকালু, 5. (D) পাইন, 6. (C) ফার্ন। 7. (C) দুটিই,  8.(A) সমাজভিত্তিক বন, 7. (A) অক্সিজেন, 10. (A) হাতি-বনের, 

শূন্যস্থান পূরণ করো :

1. বনে বাসকারী একটি পতঙ্গ হল —---------------------।

2. দার্জিলিং-এর কাছের জঙ্গলে—------------------------- ঘোরে।

3. সুন্দরবনে দেখা যায়—----------------------- গাছ।

4. উত্তরবঙ্গের জঙ্গলে—----------------------- গাছ পাওয়া যায়।

5. বনে বাসকারী একটি সরীসৃপ হল—---------------------।

6. বনের একটি লম্বা গাছ হল—----------------------।

7. গাছের ছাল থেকে—--------------------- হয়।

8. এখন গাছ থেকেই—--------------------- তৈরি হয়।

9. চারদিকে ছড়িয়ে থাকে —-------------------------গাছ।

10.----------------------- হল লতানো গাছ।


উত্তর: 1. মৌমাছি। 2. লালপান্ডা/কালো ভালুক। 3. হেতাল/ সুন্দরী। 4. লালি। 5. সাপ। 6. তাল, 7. ওষুধ, 8. কাগজ, 9. বট, 10. শাঁকালু,

একটি বাক্যে উত্তর দাও :

1. লাল পান্ডা, প্রজাপতি, ঝরনা- কোথাকার বনে দেখতে পাওয়া যায়?

উত্তর: দার্জিলিং-এর বনে দেখতে পাওয়া যায়।


2. মালতি বলছে যে বনে বাঘ আছে, কুমির, কামটের ভয় আছে। সে কোথাকার বনের কথা বলছে?

উত্তর: মালতি সুন্দরবনের কথা বলছে।


3. তরাই ডুয়ার্স বনভূমিতে (আক্রমদের বন) কী কী প্রাণী দেখা যায়?

উত্তর: বাঘ, হাতি, বাইসন, চিতাবাঘ, একশৃঙ্গ গন্ডার প্রভৃতি প্রাণী দেখা যায়।


4. তরাই ডুয়ার্স বনভূমিতে (আক্রমদের বন) কী কী গাছ দেখা যায়?

উত্তর: চাঁপা, চিলোনি, লালি প্রভৃতি গাছ দেখা যায়।


5. রাঢ় অঞ্চলের (বিশুদের বনে) বনে কী কী গাছ আছে?

উত্তর: শাল, সেগুন, হরিতকী, অর্জুন, আম, লিচু প্রভৃতি গাছ আছে।


6. পশ্চিমবঙ্গের লালমাটির জঙ্গলে (সুধনদের জঙ্গলে) কী কী গাছ আছে?

উত্তর: শাল, সেগুন, পলাশ, রাধাচূড়া, ইউক্যালিপটাস প্রভৃতি গাছ আছে।


7. বনের হাতি আমাদের কী ক্ষতি করে?

উত্তর: হাতি খাদ্যের জন্য মাঝে মাঝে বেরিয়ে এসে আমাদের ঘর বাড়ি ফসল নষ্ট করে দেয়।


৪. উত্তরের পার্বত্য অঞ্চলের জঙ্গলে (ছবিদের জঙ্গলে) কী কী গাছ আছে?

উত্তর: বনে সারি সারি পাইন গাছ আর ওক, বার্চ, ফার, রডোডেনড্রন গাছ এবং ফার্ন ও নানা ধরনের ঝোপঝাড়


9. উত্তরের পার্বত্য অঞ্চলের জঙ্গলে (ছবিদের জঙ্গলে) কী কী প্রাণী দেখা যায়?

উত্তর: চিতাবাঘ, লালপান্ডা, কালো ভালুক, প্রজাপতি প্রভৃতি প্রাণী দেখা যায়।


10. সুন্দরবনে কী কী গাছ আছে?

উত্তর: সুন্দরবনে সুন্দরী, গরান, গেঁওয়া, হেতাল প্রভৃতি গাছ আছে।


11. বনে কী কী প্রাণী ও উদ্ভিদ থাকে?     

উত্তর: বনে যে সব প্রাণী ও উদ্ভিদ থাকে, তাদের সম্বন্ধে উল্লেখ করা হল- (ক) প্রাণী: বাঘ, চিতাবাঘ, কালো ভাল্লুক, বাঁদর, হরিণ, ভোঁদড়, গিরগিটি ইত্যাদি (খ) উদ্ভিদ: চাঁপ, চিলোনি, শাল, সেগুন, হরিতকি, আম, বার্চ, রডোডেনড্রেন ইত্যাদি।


ঠিক বাক্যের পাশে'' ও ভুল বাক্যের-পাশে 'X' চিহ্ন দাও : 

1. গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়  (√)  । 

2. হাতি খেতের ফসল তছনছ করে।   (√)

3. যুদ্ধের কাজে ভারতে বাঘের ব্যবহার বেশি হত।   (x)

4. লোকে প্রথমে ফুলের গাছ কাটা বন্ধ করে।

5. মাঝে মাঝে লাল পান্ডা মানুষের ঘরে হামলা করে।


একটি বাক্যে উত্তর দাও :

1. মানুষ প্রথমে কোন্ গাছ কাটা বন্ধ করল?

উত্তর: মানুষ প্রথমে ফলের গাছ কাটা বন্ধ করল।


2. বাতাসে ধুলো বাড়লে কোন্ রোগ বেশি বাড়ে?

উত্তর: বাতাসে ধুলো বাড়লে শ্বাসকষ্ট বেশি বাড়ে।


3. পুকুর পাড়ে মানুষ কী কী গাছ লাগল?

উত্তর: পুকুরপাড়ে মানুষ শাল, সেগুন গাছ লাগাল।


4. কোন্ বন্যপ্রাণী যুদ্ধের কাজে ব্যবহৃত হত?

উত্তর: হাতি যুদ্ধের কাজে ব্যবহৃত হত।


5. শিল্পকে টেকসই করতে গেলে কী করতে হবে?

উত্তর: শিল্পকে টেকসই করতে গেলে ছোটো বন তৈরি করতে হবে।


6. আগে রাজারা কোন্ বনগুলি দখল করত?

উত্তর: আগে যে বনগুলিতে হাতি পাওয়া যেত, সেগুলিই রাজারা দখল করত।


7. লোকালয়ে কোন্ কোন্ প্রাণী উৎপাত করে?

উত্তর: লোকালয়ে বাঘ, চিতাবাঘ, হাতি, শুয়োর উৎপাত করে।