ষষ্ঠ অধ্যায়
পরিবেশ ও বনভূমি
[ পাঠ্যবই পৃ: ১২০-১২৮]
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Question)
সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. খঙ্গের জন্য মারা হয়-
(A) হাতি
(B) মোষ
(C) গন্ডার ✔
(D) হরিণ
2. সুন্দরবন যে জন্য বিখ্যাত-
(A) বাঘ ✔
(B) সিংহ
(C) চিতা
(D) ভালুক
3. দাঁতের জন্য মারা হয়-
(A) বাঘকে
(B) চিতাবাঘকে
(C) নেকড়েকে
(D) হাতিকে ✔
4. একটি অবলুপ্ত পাখি হল-
(A) ডোডো ✔
(B) পায়রা
(C) শকুন
(D) চিল (আরামবাগ হাইস্কুল (উ: মা:)
5. বাঘের স্বাভাবিক খাদ্য নয়-
(A) হরিণ
(B) শুয়োর
(C) বুনো মোষ
(D) মানুষ ✔
6. গায়ে ফুটকি আছে-
(A) নেকড়ে বাঘের
(B) শিয়ালের
(C) চিতার ✔
(D) বাঘের
7. যে পাখির পালক সুন্দর ছিল-
(A) কাক
(B) চিল
(C) শকুন
(D) হুইয়া ✔
8. বনে থাকা চাপ ও চিলোনি, লালি হল কয়েক রকমের-
(A) পশু
(B) গাছ ✔
(C) পাখি
(d) মৌমাছি
9. রডোডেনড্রন হল-
(A) পাহাড়ি গাছ ✔
(B) সমতলের গাছ
(C) সমুদ্রের গাছ
(d) সবগুলিই
10. কুমির, কামট দেখা যায়-
(A) সুন্দরবনে ✔
(B) ডুয়ার্সে
(C) মালদায়
(d) বহরমপুরে
—--------------------------------------------------------------------------------------------------------------
একটি বাক্যে উত্তর দাও :
1. কোন্ কাঠ বেঁকে যায়?
উত্তর: আম কাঠ বেঁকে যায়।
2. মাজার মানে কী?
উত্তর: মাজার মানে পির সাহেবের কবরস্থান।
3. কাঁঠাল কাঠ থেকে কী কী তৈরি হয়?
উত্তর: কাঁঠাল কাঠ থেকে বাড়ির দরজা, জানালা, খাট-চৌকি তৈরি হয়।
4. মাজারে কী করায় নিষেধ থাকে?
উত্তর: মাজারে গাছ কাটার নিষেধ থাকে।
5. দৌলত মাজারের বনে কী কী গাছ ছিল?
উত্তর: দৌলত মাজারের বনে শাল, শিশু গামার ইত্যাদি গাছ ছিল।
6. আমের ব্যাপারীরা কোথা থেকে আমগাছ জমা নেয়?
উত্তর: আমের ব্যাপারীরা পঞ্চায়েত থেকে আমগাছ জমা নেয়।
7. বাগানের অন্য গাছ কেটে কী কী করা হত? [মহারাণী ইন্দিরা দেবী গার্লস হাইস্কুল]
উত্তর: বাগানের অন্য গাছ কেটে বাড়ির দরজা, জানালা খাট- চৌকি করা হত
8. লাল পান্ডা, প্রজাপতি, ঝরনা- কোথাকার বনে দেখতে পাওয়া যায়?
উত্তর: দার্জিলিং-এর বনে দেখতে পাওয়া যায়।
9. মানুষ প্রথমে কোন্ গাছ কাটা বন্ধ করল?
উত্তর: মানুষ প্রথমে ফলের গাছ কাটা বন্ধ করল।
10. বাতাসে ধুলো বাড়লে কোন্ রোগ বেশি বাড়ে?
উত্তর: বাতাসে ধুলো বাড়লে শ্বাসকষ্ট বেশি বাড়ে।
----------------------------------------------------------------------------------------------------
1. বনের একটি লম্বা গাছ হল—----------------------।
Ans তাল,
2. গাছের ছাল থেকে—--------------------- হয়।
Ans ওষুধ
3. এখন গাছ থেকেই—--------------------- তৈরি হয়।
Ans কাগজ
4. চারদিকে ছড়িয়ে থাকে —-------------------------গাছ।
Ans বট,
5.----------------------- হল লতানো গাছ।
Ans শাঁকালু,
----------------------------------------------------------------------------------------------------------
ঠিক বাক্যের পাশে'' ও ভুল বাক্যের-পাশে 'X' চিহ্ন দাও :
1. গাছের পাতা আমাদের অক্সিজেন দেয় (√) ।
2. হাতি খেতের ফসল তছনছ করে। (√)
3. সাধারণত মানুষ ছুরি দিয়ে বাঘ মারত। (x)
4. মাংসের লোভে হুইয়া পাখি শেষ করা হয়েছে। (x)
5. গন্ডার মারা হয় তার দাঁতের জন্য।
সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)
দুই তিনটি বাক্যে উত্তর দাও :
1. হুইয়া পাখি বিলুপ্ত হয়েছে কেন? [রামপুরহাট জে. এল. বিদ্যাভবন]
উত্তর: সুন্দর পালকের লোভে একের পর এক হুইয়া পাখিকে মারা হয়েছে। তাই এরা বিলুপ্ত হয়েছে।
2. বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন কেন? [দিনহাটা সোনি দেবী জৈন হাইস্কুল (উঃমা:)]
উত্তর: বন্যপ্রাণী না বাঁচালে বন থাকবে না আর বন না থাকলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বায়ুদূষণ ইত্যাদি নানারকম সমস্যার আমরা ভুগতে থাকবো। তাই বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজন।
3. তোমার এলাকায় জঙ্গল কেটে বসতি স্থাপন করা হলে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে?
উত্তর: জঙ্গল কেটে বসতি স্থাপন করলে ভবিষ্যতে-
(i) বাঘ, হাতির মতো প্রাণীগুলি খাদ্যের অভাবে লোকালয়ে উৎপাত করবে।
(ii) বাতাস নোংরা হবে বলে সর্দিকাশি, শ্বাসকষ্টের মতো রোগগুলি বাড়বে।
(iii) মাটি ধসে যাওয়ার সমস্যা বাড়বে।
4. সামাজিক বনসৃজন কাকে বলে? [টাকী হাউস গভঃ এস. এস. স্কুল ফর বয়েজ]
উত্তর: 'বনসৃজন' মানে গাছ লাগিয়ে বন তৈরি করা। তুলনা- মূলকভাবে কম উর্বরতা যুক্ত এলাকায় যে বনসৃজন প্রক্রিয়ার মাধ্যমে অরণ্য তৈরি করা হয়, তাকে সামাজিক বনসৃজন বলে। এর মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা পায়, তেমনই কাঠের ব্যবহারের মাধ্যমেও মানুষ স্বনির্ভরতা পায়। পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্য এভাবে তৈরি করা হয়েছে।
5. সমাজভিত্তিক বন কাকে বলে? [বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল]
উত্তর: সমাজ ও পরিবেশের কল্যাণের উদ্দেশ্যে অনুর্বর জমিতে মানুষ যে বন তৈরি করে, সেটিই সমাজভিত্তিক বন। ভারতের পশ্চিমবঙ্গ, কেরলে এরকম বন আছে।
6. ভারতে রাজাদের কাছে হাতি-বনগুলির গুরুত্ব ছিল কেন?
উত্তর: আগে ভারতে যুদ্ধের কাজে হাতিদের গুরুত্ব ছিল খুব বেশি। আর হাতি বনগুলো থেকে যুদ্ধের কাজে লাগানোর মতো হাতি পাওয়া যেত। তাই রাজাদের কাছে এগুলির খুব গুরুত্ব ছিল।
7. সমাজে খাদ্যের অভাব কেন শুরু হল?
উত্তর: শহর বাড়তে থাকলে চাষের জমি কমতে থাকে। জনবসতি, রাস্তাঘাট ও কলকারখানার চাপে চাষের জমি কমতে থাকে। ফলে সমাজে খাদ্যের অভাব দেখা দেয়।
8. বন্যপশুরা লোকালয়ে চলে আসছে কেন?
উত্তর: বনে খাদ্য না পেয়ে খাদ্যের প্রয়োজনে পশুরা লোকালয়ে এসে ঘরবাড়ি ও ফসল নষ্ট করছে।
9. ফলের বাগান সৃষ্টি হচ্ছে কীভাবে?
উত্তর: ফলের দাম বেশ বলে ফলের গাছ কাটা বন্ধ করে পেয়ারা, কলা, আমগাছ চাষের জমিতে লাগানো হল। প্রথমে ফল ও ফসল দুই হলেও পরে সেগুলি ফলের বাগান হয়ে গেল।
10. সমাজভিত্তিক বন কোথায় কোথায় তৈরি হচ্ছে?
উত্তর: পুকুর পাড়ে, বাড়ির পাশে, চাষের জমিতে, কারখানার পাশে, রাস্তার ধারে শাল, সেগুন প্রভৃতি বনের গাছ লাগিয়ে মানুষ ছোটো বড়ো সমাজভিত্তিক বন তৈরি করছে।
ব্যাখ্যামূলক প্রশ্ন (Long Question)
নীচের বিষয়গুলো সম্পর্ক পাঁচ ছয়টি বাক্য লেখো বা বিষয়গুলো ব্যাখ্যা করো :
1. ব্যাখ্যা করো : বনের ব্যবহার।. অথবা, বনের গাছ আমাদের নানা কাজে লাগে-ব্যাখ্যা করো। [বালেতি গার্লস হাইস্কুল, (উ. মা.)]
উত্তর: বনকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। যেমন-
(i) বনের গাছের ছাড়া অক্সিজেন আমরা শ্বাসের সঙ্গ নিই।
(ii) বনের নরম কাঠ থেকে কাগজ তৈরি হয়।
(iii) বনের গাছের কাঠ থেকে চেয়ার-টেবিল ইত্যাদি; ছাল থেকে ওষুধ; পাতা থেকে থালা-বাটি ইত্যাদি তৈরি হয়।
(iv) অরণ্যে সাঁওতাল, এখনও জারোয়া ইত্যাদি বহু জাতির মানুষ বাস করেন। বনের ফলমূল আমাদের কাজে লাগে।
(v) বন্য পশুপাখি দেখতে আমরা বনে বেড়াতে যাই।
2. ব্যাখ্যা করো: তোমার জানা লুপ্তপ্রায় প্রাণী।
উত্তর:
3. পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। [হলদিবাড়ি হাই স্কুল]
উত্তর:
4. তোমার কাছাকাছি যে বন আছে সেখানকার পশু, গাছপালা ও বনজ উৎপাদনের কথা লেখো:
উত্তর:
5. বন বাঁচানোর ও তৈরি করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়?
উত্তর:
0 Comments